কনসার্টে নয় ক্রিকেটে বিনিয়োগ করুন: তামিম ইকবাল
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ২০:০৩
কনসার্টে নয় ক্রিকেটে বিনিয়োগ করুন: তামিম ইকবাল
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব নেওয়ার পর ফারুক আহমেদ নতুন আঙ্গিকে বিপিএল আয়োজনের ঘোষণা দিয়েছিলেন। তবে ঘরোয়া ক্রিকেটের বড় এই টুর্নামেন্ট শুরুর আগের দিনেও এর ছিটেফোঁটাও দেখা যায়নি। এবার খোদ তামিম ইকবাল জানালেন, এখনো পর্যন্ত কনসার্ট ছাড়া চোখে পড়ার মতো কিছু দেখেননি তিনি।


২৯ ডিসেম্বর, রবিবার বিপিএল শুরুর আগের দিন গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমন মন্তব্য করেন বাংলাদেশ ক্রিকেট দলের এই ওপেনার।


বিপিএলের গত মৌসুমে শিরোপা উঁচিয়ে ধরেছিলেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম। হয়েছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। বছর গড়িয়ে আরও একটি মৌসুম মাঠে গড়ানোর অপেক্ষায়। দুর্বার রাজশাহীর বিপক্ষে ম্যাচের আগের দিন বিপিএল নিয়ে প্রত্যাশা-পরিবর্তনের কথা বলেছেন তামিম ইকবাল।


মিরপুরে সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমি সত্যি কথা বলতে অন্যরকম কিছু দেখি না কনসার্ট ছাড়া। আমার কাছে মনে হয় অন্যরকম বিপিএল যদি আমাদের করতে হয়, আমাদের ক্রিকেটে বিনিয়োগ করতে হবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের টুর্নামেন্টে বিনিয়োগ করতে হবে, কনসার্ট বা অন্য কিছুতে না।’


‘ক্রিকেটে যদি বিনিয়োগ করি, টুর্নামেন্টে যদি বিনিয়োগ করি; তখন আমরা বলতে পারবো যে এটা নতুন করে বিপিএল। কনসার্ট আগেও হয়েছে, এখনও হয়েছে; দারুণ একটা অনুষ্ঠান হয়েছে যা দেখেছি, আমি ছিলাম না দেশে।’


জাতীয় দলে ফেরা নিয়েও গণমাধ্যমকে তামিম বলেন, ‘আমি এই মুহূর্তে বিপিএলের জন্য রেডি হচ্ছি। চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে না আমার সঙ্গে আলোচনা হয়েছে, না আমি কারো সঙ্গে কোনো কথা বলেছি। এই মুহূর্তে জাতীয় দল নিয়ে আমার মাথায় কোনো চিন্তা নেই।’


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com