
ফরচুন বরিশালের তামিম ইকবালের ডাকে বিপিএল খেলতে এসেছেন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি। এক সংবাদ সম্মেলনে বরিশালের হয়ে খেলতে আসার কারণ জানতে চাওয়া হলে শাহিন বলেন, ‘আমার জন্য তো তামিম ইকবালের ফোন কল।’
২৮ ডিসেম্বর, শনিবার মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করেছে বরিশাল।
প্রথম দিন অনুশীলনের পর কেমন লাগছে এমন প্রশ্নের জবাবে এই পেসার বলেন, বিপিএলে খেলার জন্য আমি রোমাঞ্চিত। তামিম ভাই যখন এই দলে খেলার জন্য কল দিলেন, তখন থেকেই আমি রোমাঞ্চিত। আপাতত সামনে তাকিয়ে। আমি জানি বাংলাদেশের মানুষ ক্রিকেট ভালোবাসে এবং তারা নিজেদের সুপারস্টারদের ভালোবাসে। আশা করি আমি এখানে ভালো খেলতে পারব।
প্রথমবার বিপিএলে খেলতে আশা নিয়ে তিনি বলেন, আমি অনেক বছর ধরে বিপিএল দেখছি। খুব ভালো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এখানে খেলে আমাদের অনেক শেখার আছে। যখন পাকিস্তানের হয়ে ভবিষ্যতে খেলতে আসব, আশা করি এখানে ভালো ক্রিকেট খেলতে পারব।
উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএল। উদ্বোধনী ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে বরিশাল।
ফরচুন বরিশাল স্কোয়াড
তামিম ইকবাল (অধিনায়ক), মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন শান্ত, রিপন মন্ডল, ইবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম, জেমস ফুলার, পাথুম নিশাঙ্কা, নান্দ্রে বার্গার, শাহিন আফ্রিদি, ফাহিম আশরাফ, ডেভিড মালান, কাইল মায়ার্স ও মোহাম্মদ নবি।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]