
অজি কিংবদন্তি শন টেইট বিশ্বক্রিকেটে গতিময় পেস বোলারদের মধ্যে একজন। এবারের বিপিএলে তিনি চিটাগং কিংসের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রথম দিনের অনুশীলন শেষে বাংলাদেশের আলোচিত তরুণ পেসার নাহিদ রানার সম্পর্কে জানতে চাওয়া হয় এই অজি কিংবদন্তির কাছে। ১৫০ প্লাস গতিতে বল করে নাহিদ পুরো বছর জুড়েই আলোচনায় ছিলেন।
২৬ ডিসেম্বর, বৃহস্পতিবার মিরপুরে অস্ট্রেলিয়ান গতিতারকা শন টেইটের কাছ থেকেও প্রশংসা কুড়িয়েছেন এই তরুণ পেসার।
তার বিষয়ে টেইট বলেন, পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের সময় আমি তাকে টেলিভিশনে প্রথমবার ভালোভাবে বোলিং করতে দেখেছি। সত্যি বলতে এর আগে, আমি তার সম্পর্কে খুব বেশি কিছু জানতাম না। তারপর থেকেই টিভিতে দেখছি, বেশ লম্বা এবং শক্তিশালী একজন।
এ ছাড়াও রানা প্রতি যত্ন নেওয়ার পরামর্শ দেন টেইট। তার ভাষ্য, আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেটের জন্য এটি খুবই রোমাঞ্চকর একটা ব্যাপার। প্রতি ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বোলিং করতে পারা এমন একজনকে পাওয়াটা সহজ ব্যাপার না। আমার মনে হয় খুব ভালোভাবে তার যত্ন নিতে হবে। বাংলাদেশের ক্রিকেটের জন্য সে দারুণ কিছু হবে।
গতিময় পেসারদের ক্যারিয়ারের সবচেয়ে বড় বাঁধা চোট। তাই রানাকেও সতর্কতার সঙ্গে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে এই কোচ বলেন, নাহিদের আশপাশে যারা কাজ করে এটা পুরোপুরি তাদের ওপর। তাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আমার মনে হয় তাকেও নিজের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]