
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরে সাকিব আল হাসানের অংশগ্রহণ এখনও নিশ্চিত হয়নি। এছাড়া চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পারবে কি না, তাও জানা যায়নি। এ অবস্থায় সাকিবের দেশের হয়ে খেলতে না পারাকে নিজেদের ব্যর্থতা বলে মনে করেন খালেদ মাহমুদ সুজন।
২৬ ডিসেম্বর, বৃহস্পতিবার মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন শুরু করেছে ঢাকা ক্যাপিটালস। অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে সাকিবকে নিয়ে এমন মন্তব্য করেছেন ঢাকার হেড কোচ।
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং হত্যা মামলার আসামি হওয়ায় দেশে ফিরতে পারছেন না সাকিব। যার ফলে বিপিএল ও আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে দেশসেরা এই ক্রিকেটারের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।
দেশের হয়ে সাকিবের খেলতে না পারা নিয়ে সুজন বলেন, সাকিব বিশ্বের নাম্বার ওয়ান ক্রিকেটার, তার না থাকাটা দলের জন্য ক্ষতিকর। সে দেশের হয়ে খেলতে পারছে না এটা আমাদের ব্যর্থতা।
সাকিবের ৭ মাসের রাজনৈতিক ক্যারিয়ারকে ১৭ বছরের ক্রিকেট ক্যারিয়ারের থেকে বড় করে দেখাকে হতাশার বলে মনে করছেন সুজন। তার ভাষ্য, সে রাজনীতিতে যুক্ত হয়েছে। কতটুকু অপরাধ করেছে জানি না। কিন্তু আমরা তার ৭ মাসের রাজনীতিকে ১৭ বছরের ক্যারিয়ারের থেকে বড় করে দেখা হচ্ছে, এটা হতাশার।
তিনি আরও বলেন, সাকিবের দলে না থাকা তরুণদের জন্য ধাক্কা। সে দলে থাকলে সবাই উজ্জীবিত হয়।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]