পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে নাম লেখালেন মোস্তাফিজ
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪, ১৭:২৯
পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে নাম লেখালেন মোস্তাফিজ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের পর্দা উঠবে আগামী ৮ এপ্রিল। এর আগে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। যেখানে নাম লিখিয়েছেন পেসার মোস্তাফিজুর রহমান। এর আগে, এই টাইগার পেসার পিএসএলে একবার খেলেছিলেন।


২৫ ডিসেম্বর, বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে পিএসএল কর্তৃপক্ষ।


আইপিএলের সবশেষ আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন মোস্তাফিজ। আসরে ৯ ম্যাচে ৯.২৬ ইকোনমি রেটে ১৪ উইকেট পেয়েছিলেন বাংলাদেশের এই পেসার। কিন্তু এবারের আইপিএলের আগে অনুষ্ঠিত হওয়া মেগা নিলামে দল পাননি মুস্তাফিজ।


আইপিএল না পাওয়ায় পিএসএলে খেলার ইচ্ছা প্রকাশ করছেন মোস্তাফিজ। এর আগে আইপিএলের সাতটি আসরে খেললেও পিএসএলের মাত্র একটি আসরে খেলা হয়েছিল এই পেসারের।


পিএসএলের ২০১৭-১৮ মৌসুমে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছিলেন মোস্তাফিজ। পাঁচ ম্যাচে শিকার করেছিলেন চারটি উইকেট। সেবার তার ইকোনমি ছিল মাত্র ৬.৪৩।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com