
পাকিস্তান-ভারত নাটকীয়তার পর অবশেষে চ্যাম্পিয়নস ট্রফির সূচি প্রকাশ করেছে আইসিসি। এবারের চ্যাম্পিয়নস ট্রফি ‘হাইব্রিড মডেলে’ আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান-নিউজিল্যান্ড। বাংলাদেশ টুর্নামেন্ট শুরু করবে পরদিন ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। ম্যাচগুলো হবে দিবা-রাত্রির।
২৪ ডিসেম্বর, মঙ্গলবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবেই ঘোষণা দিয়েছে আইসিসি।
ভারতের সাথে ‘এ’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ হচ্ছে পাকিস্তান-নিউজিল্যান্ড। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ টুর্নামেন্টের মূল আয়োজক পাকিস্তানের বিপক্ষে, ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে। একই মাঠে বাংলাদেশ গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৭ ফেব্রুয়ারি।
তবে টুর্নামেন্টের হাইভোল্টেজ ম্যাচটি হবে ২৩ ফেব্রুয়ারি। সেদিন দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান মুখোমুখি হবে দুবাইয়ে। ৮ দলের টুর্নামেন্টের অন্য গ্রুপ ‘বি’ তে আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। সেমিফাইনাল হবে ৪ ও ৫ মার্চ।
প্রথমটি হবে দুবাইয়ে আর দ্বিতীয়টি লাহোরে। আর ৯ মার্চ লাহোরের ফাইনাল দিয়ে টুর্নামেন্টের সমাপ্তি ঘটবে। তবে ভারত ফাইনালে উঠলে শ্রেষ্ঠত্বের লড়াইটি লাহোরে নয়, দুবাইয়ে হবে। সেমিফাইনাল ও ফাইনালে রিজার্ভ ডে রাখা হয়েছে।
তারিখ ম্যাচ ভেন্যু
১৯ ফেব্রুয়ারি পাকিস্তান-নিউজিল্যান্ড করাচি
২০ ফেব্রুয়ারি বাংলাদেশ-ভারত দুবাই
২১ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান করাচি
২২ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া-ইংল্যান্ড লাহোর
২৩ ফেব্রুয়ারি পাকিস্তান-ভারত দুবাই
২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ-নিউজিল্যান্ড রাওয়ালপিন্ডি
২৫ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা রাওয়ালপিন্ডি
২৬ ফেব্রুয়ারি আফগানিস্তান-ইংল্যান্ড লাহোর
২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ-পাকিস্তান রাওয়ালপিন্ডি
২৮ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া-আফগানিস্তান লাহোর
১ মার্চ দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড করাচি
২ মার্চ নিউজিল্যান্ড-ভারত দুবাই
৪ মার্চ প্রথম সেমিফাইনাল দুবাই
৫ মার্চ দ্বিতীয় সেমিফাইনাল লাহোর
৯ মার্চ ফাইনাল লাহোর।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]