
জমজমাট আয়োজনে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টির ১১তম আসর শুরু হলো মিউজিক ফেস্ট দিয়ে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এই মিউজিক ফেস্ট চলবে সাত ঘণ্টার বেশি সময় ধরে।
২৩ ডিসেম্বর, সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জমকালো আয়োজনে বিপিএলের উদ্বোধন ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বিকেল ৪টা ২০ মিনিটে অনুষ্ঠান শুরু হলেও সূচি অনুযায়ী রাহাত ফতেহ আলী খানের মঞ্চে আসার কথা রাত ৮টা ৩০ মিনিটে। তার ও তার দলের পরিবেশনা চলবে ১৮০ মিনিট ধরে।
এর আগে গান গেয়েছেন মুজা, জেফাররা। সাতটার দিকে মঞ্চে উঠছে জনপ্রিয় ব্যান্ড দল মাইলস।
উল্লেখ্য, এবারের আসন্ন বিপিএলের মূল পর্ব ৩০ ডিসেম্বর বরিশাল-রাজশাহীর ম্যাচ দিয়ে শুরু হবে। দুপুর দেড়টায় শুরু হবে প্রথম ম্যাচ। একই দিনে ঢাকার মুখোমুখি হবে রংপুর। সেই খেলাটি শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]