চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভারত
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ১৭:৩২
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভারত
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারত-পাকিস্তান দ্বন্দ্ব কাটিয়ে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে আগেই। পাকিস্তানে অনুষ্ঠিত ম্যাচগুলো গড়াবে করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডির স্টেডিয়ামে। আর রাজনৈতিক কারণে পাকিস্তান যেতে অস্বীকার করায় ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে।


এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ২০ ফেব্রুয়ারি। শান্ত-মিরাজদের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে দুবাইতে। যদিও এর একদিন আগেই শুরু হয়ে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফি।


ভারত-পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচটিও হবে দুবাইতে আগামী ২৩ ফেব্রুয়ারি। এমনটাই জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো।


এছাড়া টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল হতে পারে যথাক্রমে ৪ ও ৫ মার্চ। এর যেকোনো একটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে পাকিস্তানে, অপরটি নিরপেক্ষ ভেন্যুতে। ৯ মার্চ অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। এবারের আসরে ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com