টটেনহ্যামের বিপক্ষে লিভারপুলের বড় জয়
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:২৯
টটেনহ্যামের বিপক্ষে লিভারপুলের বড় জয়
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট অ-অ+

গোল উৎসবের ম্যাচে টটেনহ্যামের বিপক্ষে বড় জয় পেয়েছে লিভারপুল।


রবিবার (২২ ডিসেম্বর) টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ৬-৩ গোলে জিতেছে আর্না স্লটের দল।


এই জয়ে শীর্ষস্থান মজবুত হলো দলটির। ১৬ ম্যাচে ১২ জয় ও তিন ড্রয়ে তাদের পয়েন্ট ৩৯। আর লিগে খুব খারাপ সময় কাটানো টটেনহ্যাম পেল অষ্টম হারের স্বাদ। ১৭ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে তারা।


এদিন শুরু থেকেই দারুল খেলতে থাকা লিভারপুল প্রথম গোলের দেখা পায় ম্যাচের ২৩তম মিনিটে। গোলটি করেন কলম্বিয়ান ফরোয়ার্ড দিয়াস। ম্যাচের ৩৬তম মিনিটে কাছ থেকে ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টাইন মিডফিল্ডার মাক আলিস্তের।


তবে মিনিট পাঁচেক পরই একটি গোল শোধ করে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। এর পাঁচ মিনিটের মধ্যেই অবশ্য ফের টটেনহ্যামের জালে বল জড়ায় লিভারপুল। এবার সতীর্থের থেকে ফিরতি পাস বক্সে পেয়ে নিখুঁত শটে গোলরক্ষককে পরাস্ত করেন হাঙ্গেরির মিডফিল্ডার সোবোসলাই।


দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে ৫৪তম মিনিটে ব্যবধান আরও বাড়ান সালাহ। এবারের লিগে এটি সালাহর ১৪তম গোল। মিনিট সাতেক পর দ্বিতীয় গোলও পেয়ে যান সালাহ। ফলে ৫-১ গোলে এগিয়ে যায় লিভারপুল।


ম্যাচের ৭২তম মিনিটে লিভারপুলের জালে বল জড়ান দেইয়ান কুলুসেভস্কি। আর ৮৩তম মিনিটে ব্রেনান জনসনের হেডপাস ছয় গজ বক্সের মুখে পেয়ে হাফভলিতে ব্যবধান আরেকটু কমান ইংলিশ ফরোয়ার্ড সোলাঙ্কি।


তবে দুই মিনিট পরই ফের তিন গোলে এগিয়ে যায় লিভারপুল। সালাহর ছোট করে বাড়ানো থ্রু বল বক্সে ধরে নিচু শটে দূরের পোস্ট দিয়ে জাল পাঠান কলম্বিয়ান ফরোয়ার্ড দিয়াস।


এরপর আর কোনো দলই অবশ্য দেখা পায়নি গোলের। ফলে ৬-৩ ব্যবধানে শেষ হয় গোল উৎসবের ম্যাচটি।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com