
রাজনৈতিক দ্বন্দ্বের প্রভাবে প্রায় এক যুগেরও বেশি সময় ধরে পাকিস্তানের মাটিতে খেলতে যায়নি ভারত। এশিয়া কাপের পর এবারের আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিও ভারতের আপত্তিতে হাইব্রিড মডেলে আয়োজিত হচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পাকিস্তানই এর আয়োজন করবে, কিন্তু ভারতের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে। এর মাঝেই এক ‘উদ্ভট’ প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার আহমেদ শেহজাদ।
এক আলোচনায় শেহজাদ বলছেন, দুই দেশের উচিত সীমান্তে স্টেডিয়াম তৈরি করা, ‘সীমান্তে একটা স্টেডিয়াম তৈরি করুন আপনারা। একটা গেট ভারতের দিকে খুলবে, আরেকটা গেট পাকিস্তানের দিকে। দুই দেশের ক্রিকেটাররা নিজ দেশের গেট দিয়ে ঢুকবে! এছাড়া আর কোনো সমাধান দেখছি না।’
শেহজাদ আরো বলেন, ‘আমার মনে হয় এরকম স্টেডিয়ামে খেলা হলেও বিসিসিআই ও ভারত সমস্যা করবে। তারা বলতে পারে, পাকিস্তান যখন মাঠের আমাদের প্রান্তে আসবে, তাদের আমরা ভিসা দেব না!’
২০২৫ সালে চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক দেশ হিসেবে পাকিস্তানের নাম ঘোষণার পর থেকেই বেঁকে বসেছে ভারত। তারা সাফ জানিয়ে দিয়েছিল, কিছুতেই পাকিস্তানে খেলতে যাবেন না। আইসিসির বেশ কয়েক দফা বৈঠকের পরেও আসছিল না সমাধান, পাকিস্তানও রাজি ছিল না আয়োজক দেশের দায়িত্ব ছাড়তে।
শেষ পর্যন্ত এই লড়াইয়ে জয় হয়েছে ভারতেরই। পাকিস্তানকে বাধ্য হয়েই রাজি হতে হয়েছে আইসিসির দেওয়া হাইব্রিড টুর্নামেন্টের প্রস্তাবে। নিজেদের ম্যাচগুলো পাকিস্তানের বাইরেই খেলবে ভারত। পাকিস্তানও আগামী ৫ বছর ভারতের মাটিতে হওয়া আইসিসি টুর্নামেন্টের ম্যাচ খেলবে ভারতের বাইরে।
এ অবস্থায় সাবেকরা বলছেন, দুই দেশের এমন দ্বন্দ্বে দিনশেষে ক্ষতি হচ্ছে ক্রিকেটেরই।
উল্লেখ্য, সবশেষ চ্যাম্পিয়নস ট্রফি বসেছিল ইংল্যান্ডে। ২০১৭ সালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]