দুর্দান্ত জয়ে লাইপজিগের সঙ্গে বায়ার্নের ছেলেখেলা
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ১১:৫৬
দুর্দান্ত জয়ে লাইপজিগের সঙ্গে বায়ার্নের ছেলেখেলা
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট অ-অ+

বুন্দেসলিগায় আগের ম্যাচে মাইনজের কাছে ২-১ গোলে হেরেছিল বায়ার্ন। এবার দুর্বল লাইপজিগকে পেয়ে অবুঝ শিশুর মতো ছেলেখেলা করলো ভিনসেন্ট কোম্পানির দল। ৫-১ গোলের দুর্দান্ত জয় পেয়েছেন। যদিও বিপরীতে একটি গোলও হজম করেছে টেবিলটপাররা।


শুক্রবারের (২০ ডিসেম্বর) ৬ গোলের ম্যাচে বুন্দেসলিগায় নতুন এক রেডর্কও হয়েছে। ম্যাচের প্রথম দুই মিনিটে ২টি গোল হয়েছে। জার্মান লিগে এমন ঘটনা এবারই প্রথম। নিজেদের ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের প্রথম মিনিটেই গোল করে বায়ার্ন। দ্বিতীয় মিনিটেই পাল্টা গোল করে দলকে সমতায় ফেরান বেঞ্জামিন সেস্কো।


গেল ৩০ নভেম্বর বরুসিয়া ডর্টুমুন্ডের বিপক্ষে খেলতে নেমে ইনজুরিতে পড়েছিলেন হ্যারি কেইন। লাইপজিগের ম্যাচ দিয়ে দলে ফেরেন বায়ার্নের প্রধান তারকা। যদিও দলের গোলবন্যার দিনে স্কোরকার্ডে নাম লেখাতে পারেননি ইংলিশ ফরোয়ার্ড।


গতকাল বায়ার্নের হয়ে গোল করেন ৫ জন। জামাল মুসিয়ালা ছাড়া অন্য গোলদাতারা হলেন- কনরাড লাইমার (২৫ মিনিটে), জসুয়া কিমিচ (৩৬ মিনিটে). লিরয় সানে (৭৫ মিনিটে) ও আলফানসো ডেভিস (৭৮ মিনিটে)।


১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে বরাবরের মতোই টেবিলের শীর্ষে আছে বায়ার্ন। এক ম্যাচ কম খেলে ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান দখল করেছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার লেভারকুসেন। ১৫ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে লাইপজিগ।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com