সিরিজ জয়ের লক্ষ্যে ভোরে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ২১:৩৫
সিরিজ জয়ের লক্ষ্যে ভোরে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৭ রানে জিতে সিরিজে এগিয়ে আছে টাইগাররা। এই ম্যাচে হারার ফলে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ হারার রেকর্ডে বাংলাদেশের সঙ্গী হয়েছে ক্যারিবীয়রা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই দলের হার সংখ্যা এখন ১০৭।


১৮ ডিসেম্বর, বুধবার বাংলাদেশ সময় ভোর ৬টায় সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দল দুটি। এই ম্যাচে জিতলেই সিরিজ জয় নিশ্চিত হবে টাইগারদের।


দুই দলের জন্যই গুরুত্ব পাচ্ছে ম্যাচটি। কারণ, তিন ম্যাচের সিরিজটা যারা হারবে, তারা বছরটা শেষ করবে রেকর্ডটা সঙ্গী করেই।


সারা বছর জুড়ে শেষ দিকে এসে হিসেব মেলাতে গেলে বিব্রতকর অবস্থায় রয়েছে পাকিস্তান। টি-টোয়েন্টিতে এ বছর সবচেয়ে বেশি ম্যাচে হারের তালিকায় নাম লিখিয়েছে পাকিস্তান ও আফ্রিকার দেশ রুয়ান্ডা। পাকিস্তান এবং রুয়ান্ডা উভয়ই সর্বোচ্চ ১৬টি করে ম্যাচ হেরেছে।


৭ বছর আগে আইসিসির সহযোগী সদস্যপদ পায় রুয়ান্ডা। তবে রুয়ান্ডার চেয়ে ৩টি ম্যাচ বেশি খেলেছে পাকিস্তান। ২৪ ম্যাচে ৮ জয় ও ১৬ হার রুয়ান্ডার। পাকিস্তান ১৬ হার ও ৯ জয়ের পথে খেলেছে ২৭ ম্যাচ।


২৪ ম্যাচে ১৪ হার নিয়ে দুইয়ে আছে জিম্বাবুয়ে। তারা জিতেছে ১০ ম্যাচে। ১০ জয় পেলেও ১২ হার নিয়ে তালিকার তিনে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা ২৩ ম্যাচে ১১ হার নিয়ে চারে। ১২ ম্যাচ জিতেছে প্রোটিয়াসরা। হারের তালিকায় পাঁচে ওয়েস্ট ইন্ডিজ। ২৫ ম্যাচে ১০ হার ও ১৪ জয় ক্যারিবীয়দের।


বাংলাদেশ যদি শেষ দুই ম্যাচ হেরে যায়, তবে ২০২৪ সালের শেষে এসে টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি ম্যাচ হারা দল তারাই হবে।


এখন দেখার বিষয়, বছরের শেষ টি-টোয়েন্টি সিরিজটি জয় দিয়ে শেষ করতে পারে কিনা টাইগাররা। সেন্ট ভিনসেন্টে ক্যারিবীয়দের সাথে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ৭ রানের কৃতিত্বপূর্ণ জয় সিরিজ বিজয়ের দ্বার খুলে গেছে।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com