
বৃষ্টিবিঘ্নিত ব্রিজবেন টেস্টের তৃতীয় দিনে দুই দলের খেলা হয়েছে মোট ৩৩.১ ওভার। এদিন ভারত ভাগে পেয়েছে মাত্র ১৭ ওভার। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৪৪৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ৫১ রানেই ৪ উইকেট হারিয়ে দিন শেষ করেছে সফরকারীরা। ভারত এখনও পিছিয়ে ৩৯৪ রানে।
এর আগে, গাবা স্টেডিয়ামে সোমবার (১৬ ডিসেম্বর) ৭ উইকেটে ৪০৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া।
১৮ রান যোগ করতেই মিচেল স্টার্কের উইকেট হারায় অজিরা। দিনের ১১ ওভার পর প্রথমবার বৃষ্টিতে খেলা বন্ধ হয়। পুনরায় খেলা শুরু হলে নাথান লায়ন ৩০ বলে ২ আর সর্বশেষ ৮৮ বলে ৭০ রানে আউট হন অ্যালেক্স ক্যারি। এতে ৪৪৫ রান নিয়ে থামে অস্ট্রেলিয়া।
ভারতের হয়ে ৭৬ রানে ৬ উইকেট শিকার করেন জাসপ্রিত বুমরাহ। ২ উইকেট নেন মোহাম্মদ সিরাজ।
জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই ৪ রানে আউট হন ভারতীয় ওপেনার যসশ্বী জয়সওয়াল। মিচেল স্টার্কের বলে স্কয়ার লেগ অঞ্চলে মিচেল মার্শের হাতে ক্যাচ হন তিনি। তৃতীয় ওভারে ৩ বলে ১ রান নিয়ে একই পরিণতি হয় শুবমান গিলেরও। ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে তাকেও মার্শের তালুবন্দি করেন স্টার্ক।
১৬ বলে মাত্র ৩ রান করে জশ হ্যাজেলউডের শিকার হন বিরাট কোহলি। উইকেটের পেছনে অ্যালেক্স কেরের হাতে ক্যাচ হন তিনি। টিকতে পারেননি রিশাভ পান্তও। ১২ বলে ৯ রান করেন। প্যাট কামিন্সের বলে তিনিও উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন অ্যালেক্স কেরের হাতে। এরপর রানের খাতা না খুলে উইকেটে আছেন রোহিত, ৩৩ রান নিয়ে আছেন লোকেশ রাহুল।
অস্ট্রেলিয়ার হয়ে ২ উইকেট শিকার করেন মিচেল স্টার্ক। এ ছাড়া একটি করে উইকেট পেয়েছন কামিন্স ও হ্যাজেলউড।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]