
ত্রুটিপূর্ণ অ্যাকশনের কারণে আপাতত আন্তর্জাতিক ক্রিকেট ও দেশের বাইরে কোনো ধরনের ক্রিকেটেই বল করতে পারবেন না সাকিব আল হাসান।
আইসিসির নির্দেশনা পেয়ে বিসিবি রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছে। এর আগে গত শুক্রবার ইএসপিএনক্রিকইনফোর এক খবরে বলা হয়, অ্যাকশন অবৈধ হওয়ায় (ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড) ইসিবি আয়োজিত কোনো প্রতিযোগিতায় বোলিং করতে পারবেন না বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার।
গত সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে ম্যাচ খেলার পর সাকিবের অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। ২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা সাকিবের দীর্ঘ ক্যারিয়াররে এই প্রথমবারের মতো বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলা হয়। সারের হয়ে সেই ম্যাচে দুই ইনিংসে ৬৩ ওভার বল করে সাকিব নেন ৯ উইকেট।
গত ২ ডিসেম্বর ইংল্যান্ডের লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন সাকিব। এরপর ১০ ডিসেম্বর সেই পরীক্ষার ফল হাতে পেয়েছে ইসিবি।
কিন্তু সেই বোলিং পরীক্ষায়ও পাস করতে পারেননি বাংলাদেশের ইতিহাসের সেরা এই অলরাউন্ডার। এরপরই এসেছিল ইসিবির প্রতিযোগিতায় তাঁর বোলিং নিষিদ্ধ হওয়ার খবর।
আইসিসির নিয়মানুযায়ী, কোনো একটি ক্রিকেট বোর্ড যদি একজন বোলারকে তাদের নিজস্ব নীতিমালার অধীনে ঘরোয়া ক্রিকেটে বোলিং নিষিদ্ধ করে এবং সেই নিষেধাজ্ঞা যদি স্বীকৃত পরীক্ষাগারে মানসম্মত বিশ্লেষণী বিধি অনুযায়ী করা হয়, তাহলে অতিরিক্ত কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই আন্তর্জাতিক ক্রিকেট, সব জাতীয় ক্রিকেট ফেডারেশন এবং তাদের অধীনস্থ ঘরোয়া ক্রিকেটেও একই নোটিশ স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে।
বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ’সাকিব আপাতত বোলিং করতে না পারলেও তিনি সব ধরনের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটসম্যান হিসেবে খেলা চালিয়ে যেতে পারবেন। বিসিবি জানে যে, সাকিব শীঘ্রই তার বোলিং অ্যাকশন বৈধ করার চেষ্টায় একটি আইসিসি স্বীকৃত পরীক্ষা কেন্দ্রে পুনর্মূল্যায়নের জন্য যাবেন।’
সাকিব আপাতত খেলছেন লঙ্কা টি-১০ টুর্নামেন্টে, গল মার্ভেলসের হয়ে। সেখানে ১০ ডিসেম্বরের পরেও সাকিব একটা ম্যাচ খেলেছেন এবং বোলিংও করেছেন।
তবে সাকিব জানিয়েছেন, বোলিং পরীক্ষায় পাস না করতে পারার খবর তিনি পেয়েছেন ওই ম্যাচের পর। আপাতত তিনি শুধু ব্যাটসম্যান হিসেবেই লঙ্কা টি-১০ টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে খেলবেন।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]