
দুই ম্যাচ হেরে আগেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। তাই এবার হোয়াইটওয়াশ এড়াতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হয়েছে মেহেদী মিরাজের দল। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।
১২ ডিসেম্বর, বৃহস্পতিবার টস জিতে বাংলাদেশ দলকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ।
সিরিজের প্রথম ম্যাচে ২৯৪ রান করেও ৫ উইকেটে হেরে যায় বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে যাওয়া বাংলাদেশ ২২৭ রানে অলআউট হয়ে হেরে যায় ৭ উইকেটে।
আজকের ম্যাচটি ধবলধোলাই এড়ানোই বড় চ্যালেঞ্জ মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন দলের সামনে।
অতীতে দুই দল ৪৬টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়। তার মধ্যে বাংলাদেশ ২১ আর উইন্ডিজ ২৩ ম্যাচে জয় লাভ করে। অর্থাৎ, খুব বেশি ব্যবধান নেই দুই দলের মধ্যে।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]