না ফেরার দেশে ফুটবলার মিথিলা
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ১৯:৫৪
না ফেরার দেশে ফুটবলার মিথিলা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

এবার না ফেরার দেশে চলে গেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব-১৬ টিমের সাবেক ফুটবলার মিথিলা আক্তার। তিনি মাত্র ২৩ বছর বয়সেই মৃত্যুবরণ করলেন।


৮ জুলাই, সোমবার এক বিবৃতিতে সাবেক এই ফুটবলারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।


এর আগে গত ১৪ মার্চ সন্তান জন্ম দিতে গিয়ে মারা গিয়েছিলেন সাফ জয়ী নারী ফুটবলার রাজিয়া খাতুন। তার মৃত্যুর প্রায় চার মাসের মাথায় মারা গেলেন আরো এক নারী ফুটবলার।


সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বাফুফে জানায়, দীর্ঘদিন ধরে লিভার ও শ্বাসকষ্টের জটিলতায় ভুগছিলেন মিথিলা। রবিবার (৭ জুলাই) রাতে তার মৃত্যু হয়।


নারী ফুটবলে যখন একের পর এক সাফল্যের গল্প লিখছেন সাবিনা-সানজিদারা, তখন রাজিয়া-মিথিলাদের এভাবে চলে যাওয়া মেনে নেওয়া কঠিন।


এ নারী ফুটবলারের মৃত্যুতে বাফুফে সভাপতি কাজী মো. সালাহউদ্দিনসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা শোক প্রকাশ করেছেন। তার পরিবারের প্রতিও গভীর সমবেদনা জানানো হয়েছে।


বিবার্তা/এমবি জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com