শ্রীলঙ্কার অন্তর্বর্তীকালীন কোচ জয়াসুরিয়া
প্রকাশ : ০৭ জুলাই ২০২৪, ২২:৫১
শ্রীলঙ্কার অন্তর্বর্তীকালীন কোচ জয়াসুরিয়া
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর ক্রিস সিলভারউড শ্রীলঙ্কার প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান। এবার লঙ্কানদের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেলেন সাবেক ক্রিকেটার সনাথ জয়াসুরিয়া।


শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) আসন্ন ভারত ও ইংল্যান্ড সফরে অন্তবর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে সাবেক এই ক্রিকেটারকে।


টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের পরামর্শকের ভূমিকায় ছিলেন জয়াসুরিয়া। এর আগে শ্রীলঙ্কার হাইপারফরম্যান্স দলের সাথে কাজ করেছেন এই কিংবদন্তি ক্রিকেটার।


ধারণা করা হচ্ছে, অন্তবর্তীকালীন কোচ হিসেবে সাফল্য পেলে তাকে পূর্ণ মেয়াদে নিয়োগ দেবে লঙ্কান বোর্ড।


কোচ হিসেবে জয়াসুরিয়ার কাজ করার অভিজ্ঞতা এবারই প্রথম। এর আগে সিনিয়র দলের নির্বাচক হিসেবে কাজ করেছেন। অবশ্য ক্রিকেটীয় ক্যারিয়ারে দারুণ উজ্জ্বল ছিলেন তিনি।


সব ফরম্যাট মিলিয়ে ব্যাট হাতে লঙ্কানদের হয়ে করেছেন ২১ হাজারেরও বেশি রান, বল হাতে শিকার করেছেন ৪৪০ উইকেট।


চলতি মাসে সীমিত ওভারের সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফর করবে ভারত। ভারতের বিপক্ষে হোম সিরিজ দিয়ে শুরু হবে জয়াসুরিয়ার নতুন দায়িত্ব।


তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। এরপর তিন টেস্টের সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাবে লঙ্কানরা।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com