
১৭ বছর পর গত মাসের ২৯ জুন দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। বিশ্বকাপ জিতে ফেরার এক সপ্তাহও পার হয়নি। এখনো ভারতের সবাই ডুবে আছেন বিশ্বকাপের আনন্দে।
বিশ্বকাপ জয়ের রেশ কাটতে না কাটতেই ভারতীয় দলের দ্বিপক্ষীয় টি-২০ সিরিজ শুরু। টি-টোয়েন্টি ফরম্যাটে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছে ভারত। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরে প্রথম ম্যাচেই হারের মুখ দেখতে হয় টিম ইন্ডিয়াকে।
যদিও বিশ্বচ্যাম্পিয়ন দলটির কোনো ক্রিকেটার জিম্বাবুয়ে সফররত ভারতীয় এই দলে ছিল না। তবুও, এই দলটিই এখন ভারতের জাতীয় দলের প্রতিনিধিত্ব করছে। রোহিত, কোহলি, জাদেজাদের অবসর ঘোষণার পর এ ক্রিকেটাররাই ভারতের ভবিষ্যৎ।
কিন্তু জিম্বাবুয়ে সফরে গিয়ে চরম লজ্জারই মুখোমুখি হতে হলো শুভমান গিলের দলকে। স্বাগতিক জিম্বাবুয়েকে ১১৫ রানে বেধে রাখলেও জিততে পারেনি বিশ্বচ্যাম্পিয়নরা। ১০২ রানে অলআউট হয়ে ১৩ রানে হেরে গেছে সিকান্দার রাজাদের কাছে।
২০১৬ রানের পর এই প্রথমবার ভারতের সঙ্গে টি-টোয়েন্টি ম্যাচে জয় তুলে নিলো জিম্বাবুয়ে। এর আগে টি-টোয়েন্টিতে এত কম রানের পুঁজি নিয়ে ভারতের বিপক্ষে জিততে পারেনি আর কেউই।
৬ জুলাই, শনিবার জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে জিম্বাবুয়েকে আগে ব্যাটিংয়ে পাঠান ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল।
আগে ব্যাট করতে নেমে রবি বিষ্ণুর লেগ স্পিনে বিভ্রান্ত হয়ে ৯ উইকেট হারিয়ে ১১৫ রানের বেশি করতে পারেনি স্বাগতিক জিম্বাবুয়ে। ভারতীয় লেগ স্পিনার ৪ ওভারে মাত্র ১২ রানে ৪ উইকেট শিকার করেন। ১২০ বলে ১১৬ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে টেন্ডাই চাতারা ও সিকান্দার রাজার তোপের মুখে পড়ে মাত্র ২২ রানে প্রথম সারির ৪ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় ভারত।
এদিকে দলের ব্যাটিং বিপর্যয়ে হাল ধরতে পারেননি অভিষেক শর্মা, ঋতুরাজ গায়কোয়াড়, রায়ান পরাগ, রিংকু সিং, দ্রুব জুরেলরা। ব্যাটসম্যানদের এমন খারাপ দিনে অসহায় ছিলেন লেগ স্পিনার রবি বিষ্ণু ও পেস বোলার মুকেশ কুমাররা। ১৯.৫ ওভারে ১০২ রানে সময়ের ব্যবধানে উইকেট পতনের কারণে অলআউট হয় ভারত।
জিম্বাবুয়ের ঐতিহাসিক জয়ে ৩.৫ ওভারে মাত্র ১৬ রানে ৩ উইকেট শিকার করেন টেন্ডাই চাতারা। ৪ ওভারে ২৫ রানে ৩ উইকেট নেন সিকান্দার রাজা।
বিবার্তা/ইমি/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]