ভেনেজুয়েলাকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনার মুখোমুখি কানাডা
প্রকাশ : ০৬ জুলাই ২০২৪, ১১:০৬
ভেনেজুয়েলাকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনার মুখোমুখি কানাডা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

হার দিয়ে কোপা আমেরিকায় অভিষেকের পর থেকে ছুটছে কানাডা। নিজেদের প্রথম আসরে স্বপ্নময় যাত্রায় সেমি-ফাইনালে জায়গা করে নিয়েছে অতিথি দেশটি। শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে বিদায় করে দিয়েছে গ্রুপ পর্বে টানা তিন জয় পাওয়া ভেনেজুয়েলাকে।


টেক্সাসের এটি অ্যান্ড টি স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার সকালে দ্বিতীয় কোয়ার্টার-ফাইনালে মূল ম‍্যাচ শেষ হয় ১-১ সমতায়। পরে টাইব্রেকারে ৪-৩ গোলে জিতে শেষ চারে পৌঁছায় কানাডা। যেখানে তাদের অপেক্ষায় শিরোপাধারী আর্জেন্টিনা।


ত্রয়োদশ মিনিটে কানাডাকে এগিয়ে নেন জ‍্যাকব শ‍্যাফেলবার্গ। ৬৪তম মিনিটে ফাঁকা জালে বল পাঠিয়ে সমতা ফেরান সালোমন রন্দন। সাবেক এভারটন ও নিউক‍্যাসল ইউনাইটেড স্ট্রাইকারের দেশের হয়ে এটি ৪৪তম গোল।


টাইব্রেকারে প্রথম পাঁচ শট শেষেও ছিল ৩-৩ সমতা। ষষ্ঠ শটে ৯০তম মিনিটে বদলি নামা উইলকার আনহেল ব‍্যর্থ হলে সুযোগ আসে কানাডার সামনে। ঠাণ্ডা মাথার শটে ইসমায়েল কোনে জাল খুঁজে নিলে নিজেদের ফুটবল ইতিহাসে বড় এক প্রাপ্তির আনন্দে মেতে ওঠে কনকাকাফ অঞ্চলের দেশটি।


নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আগামী বুধবার ফাইনালে যাওয়ার লড়াইয়ে আর্জেন্টিনার মুখোমুখি হবে কানাডা। বিশ্ব চ‍্যাম্পিয়নদের বিপক্ষেই ২-০ গোলে হেরে আসর শুরু করেছিল তারা।


তৃতীয় অতিথি দল হিসেবে কোপা আমেরিকায় নিজেদের প্রথম আসরে সেমি-ফাইনালে জায়গা করে নিল কানাডা। ১৯৯৩ সালে অভিষেক আসরে সবাইকে চমকে দিয়ে ফাইনালে খেলেছিল মেক্সিকো। সেবার তাদের হারিয়ে ১৪তম শিরোপা জিতেছিল আর্জেন্টিনা।


২০০১ সালে হন্ডুরাস নিজেদের প্রথম আসরে শেষ চারে খেলার পথে কোয়ার্টার ফাইনালে ২-০ গোলে হারিয়েছিল ব্রাজিলকে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com