ব্রাজিলকে পেনাল্টি দেওয়া হয়নি, কনমেবলের ‘ভুল স্বীকার’
প্রকাশ : ০৩ জুলাই ২০২৪, ২৩:৩৬
ব্রাজিলকে পেনাল্টি দেওয়া হয়নি, কনমেবলের ‘ভুল স্বীকার’
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

কোপা আমেরিকার গ্রুপপর্ব পেরিয়ে কোয়ার্টার ফাইনালে খেলার অপেক্ষায় আটটি দল। সে তালিকায় সর্বশেষ যুক্ত হলো নয়বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। যদিও নিজেদের শেষ ম্যাচে কলম্বিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে তারা কিছুটা ব্যাকফুটেই রয়েছে। গ্রুপ রানারআপ হয়ে ওঠায় কোয়ার্টারে তাদের আরও শক্ত পরীক্ষা দিতে হবে উরুগুয়ের বিপক্ষে। কিন্তু তার আগে বিতর্ক উঠেছে কলম্বিয়া ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রকে করা একটি ফাউল নিয়ে। যার জন্য ব্রাজিলকে পেনাল্টি দেওয়া হয়নি বলে নাকি ভুল-ও স্বীকার করেছে কনমেবল!


এমনটাই দাবি করেছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো। এক প্রতিবেদনে তারা জানিয়েছে, খেলা চলাকালে ভিএআর (ভিডিও অ্যানালিস্ট রেফারি) ভুল সিদ্ধান্ত দিয়েছে বলে একটি ভিডিওতে ব্যাখ্যা দিয়েছে লাতিন আমেরিকান ফুটবলের ‍নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। যদিও ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রকে করা সেই ফাউল নিয়ে দুই মিনিট সময় নিয়েছিলেন ভিডিও রেফারি।


কনমেবলের বরাতে গ্লোবো বলছে, ৪২তম মিনিটে কলম্বিয়ার ডি-বক্সে ডিফেন্ডার বল ছুঁতে পারেননি, তবে তার আগেই ফাউলের শিকার হয়েছেন ভিনিসিয়ুস। কিন্তু সেখানে অবিবেচক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। রেফারি সেই পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণে ব্যর্থ হয়েছেন এবং অল্প সময় পরই ফের ম্যাচ চালিয়ে নিয়েছেন। ভিএআর ভিন্ন অ্যাংগেল থেকে সেই ভিডিও পর্যালোচনা করেছে, খেলোয়াড় ও বলের গতি বিবেচনায় নিয়ে ডিফেন্ডার যে বল স্পর্শ করতে পারেননি সেটি শনাক্ত হতে পারেননি তিনি। মাঠে ভিএআর ত্রুটিপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে।


এর আগে ম্যাচে যখন ভিনিসিয়ুস কলম্বিয়ার অর্ধে বল নিয়ে ডি বক্সে ঢুকেন, তখন খেলার ৪২ মিনিট চলছিল। ওই সময়ে ব্রাজিল ১-০ গোলে এগিয়ে ছিল, ফলে পেনাল্টি পেলে দ্বিগুণ লিড নেওয়ার সুযোগ আসত সেলেসাওদের সামনে। ভিনিকে করা মুনোজের ফাউলটি দেখতে প্রায় দুই মিনিট সময়ও নিয়েছিলেন ভিডিও রেফারি, কিন্তু পরে তিনি ব্যাখ্যা যেন কলম্বিয়া তারকা বল ক্লিয়ারের উদ্দেশে পা বাড়িয়েছিল এবং তাতে তিনি সফল হয়েছেন। পরবর্তীতে প্রথমার্ধের যোগ করা সময়ে সেই মুনোজই গোল করে কলম্বিয়াকে সমতায় ফেরান।


কলম্বিয়া ম্যাচের আগে ব্রাজিল কোচ দরিভাল বলেছিলেন, খেলোয়াড়দের নিষেধাজ্ঞার শঙ্কা থাকলেও তা নিয়ে খুব একটা চিন্তিত নন তিনি। কিন্তু, কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের পর হয়তো কিছুটা দুশ্চিন্তা তাকে করতেই হবে। কারণ যাকে ঘিরে সেলেসাওদের এত প্রত্যাশা, সেই ভিনিসিয়ুস জুনিয়র পড়েছেন নিষেধাজ্ঞার কবলে। এ ছাড়া কলম্বিয়ার বিপক্ষে আরও একবার শক্ত রক্ষণ ভাঙতে কঠিন পরীক্ষা দিতে হয়েছে ব্রাজিলকে। ওপেন প্লে থেকে আসেনি গোল। কলম্বিয়ার বিপক্ষে ১-১ গোলের ড্র-টা তাই কিছুটা ব্যাকফুটে ঠেলে দিয়েছে ব্রাজিলকে।


কোয়ার্টারে তাদের জন্য অপেক্ষা করছে সি গ্রুপের চ্যাম্পিয়ন উরুগুয়ে। মার্সেলো বিয়েলসার অধীনে যে দলটি এবারের আসরের অন্যতম ফেবারিট। ফেদে ভালভার্দে, রোনাল্ড আরাউহো কিংবা ডারউইন নুনিয়েজদের সামনে এবার আরেক পরীক্ষা দিতে হবে সেলেসাওদের। মার্সেলো বিয়েলসার অধীনে রীতিমত অপ্রতিরোধ্য এক দল হয়ে উঠেছে উরুগুয়ে। ২০২২ সালের বিশ্বকাপের পর উরুগুয়ের দায়িত্ব নিয়ে তারুণ্যনির্ভর এক দল গড়েন ক্ষ্যাপাটে কোচ বিয়েলসা। আগামী রোববার (৭ জুলাই) ভোরে কোয়ার্টারে মুখোমুখি হবে ব্রাজিল-উরুগুয়ে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com