সোশ্যাল মিডিয়ার ট্রল নিয়ে কঠিন সিদ্ধান্তের পথে বিসিবি
প্রকাশ : ০২ জুলাই ২০২৪, ২৩:৫৪
সোশ্যাল মিডিয়ার ট্রল নিয়ে কঠিন সিদ্ধান্তের পথে বিসিবি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটারদের নিয়ে ট্রল করা নতুন কিছু নয়। তবে, সম্প্রতি এটি ভয়াবহ আকার নিয়েছে। এখন শুধু পারফর্ম নিয়ে নয়, অনেকেই সরাসরি ক্রিকেটারদের ব্যক্তিগত আক্রমণ করে থাকেন। গালাগাল থেকে শুরু করে পারিবারিক ইস্যুতেও ক্রিকেটারদের সমালোচনায় মাতেন অনেকে।


বিষয়টি নিয়ে এবার কঠিন পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটারদের ব্যক্তিগত আক্রমণ করলে এবার থেকে বিসিবিও আর ছাড় দেবে না।


মঙ্গলবার (২ জুলাই) বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এই বিষয়ে আলোচনা করা হয়েছে।


সভা শেষে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন– ‘এখন যে সব জিনিস সোশ্যাল মিডিয়াতে চলছে, বিশেষ করে খেলোয়াড়দের বিরুদ্ধে ব্যক্তিগত যে আক্রমণ; সেই আক্রমণের একটা নমুনা আছে। দল হেরে গেলে, দল খারাপ করলে মানুষজন রাগ করবে, খারাপ কথা বলবে, তারও একটা সীমা আছে। কিন্তু, কিছু কিছু ক্ষেত্রে এটি সব সীমা ছাড়িয়ে গেছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কোনোভাবেই এসবে আর ছাড় দেওয়া হবে না, এই সিদ্ধান্ত আজকে হয়ে গেছে।’


বিসিবিপ্রধান আরও বলেন, ‘আপনারা অবশ্যই সমালোচনা করতে পারেন। কিন্তু ব্যক্তিগত আক্রমণ, বিশেষ করে বিশ্বকাপ চলার সময় (এদের সংখ্যা খুবই কম), যাদের কথা বলছি, এরা আসলেই ক্রিকেটকে ভালোবাসে না কি ক্রিকেটকে ধ্বংস করতে চাচ্ছে, তা নিয়ে আমাদের মনে সংশয় আছে। সমালোচনা হবে, মানুষ রাগ করবে, আমরা তা মানি। আমি সামাজিক মাধ্যমে নেই, আমার ফেসবুক, টু্ইটার কিছুই নেই। একটা দেখে আমার এমন রাগ উঠেছে যে কী বলব! আমাকে অন্যরা পাঠালে বিশ্বাস করেন খুলিও নাই। একটা দেখে মনে হয়েছে, বলে কী এসব! একজন ক্রিকেটার দেশকে প্রতিনিধিত্ব করছে, তাকে নিয়ে এমন মন্তব্য! সেই ক্রিকেটারের কথা চিন্তা করেন, ওর খেলা তো বহুদূর, দেশে ফিরবে কীভাবে? পরিবারের কাছে মুখ দেখাবে কীভাবে! এটা আজকের পর থেকে আর মানা হবে না। আপনাদেরকে আগেই জানিয়ে রাখলাম আমরা।’


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com