
টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতে যেন অবসরের হিড়িক লেগেছে ভারতীয় দলে। ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তুলে এই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি-রোহিত শর্মা। এই দুই মহাতারকার পর এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন রবীন্দ্র জাদেজাও।
৩০ জুন, রবিবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দিয়ে অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন জাদেজা।
ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, 'কৃতজ্ঞতা পূর্ণ হৃদয় নিয়ে আমি টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। অবিচল ঘোড়ার মতো সবসময় গর্বের সঙ্গে দেশকে নিজের সেরাটা দেয়ার চেষ্টা করেছি এবং অন্যান্য ফরম্যাটে ভবিষ্যতেও সেটা করে যাব।'
তিনি আরও লিখেন, 'টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় আমার জন্য স্বপ্ন সমান হওয়ার মতো। এটি আমার টি-টোয়েন্টি ক্যারিয়ারের সর্বোচ্চ চূড়ার মতো। অনেক অনেক স্মৃতি এবং নিঃস্বার্থ সমর্থনের জন্য ধন্যবাদ।'
জানা গেছে, টি-টোয়েন্টিতে না খেললেও ক্রিকেটের অন্যান্য ফরম্যাটে খেলে যাবেন জাদেজা, অবসর ঘোষণার পোস্টে সেটা স্পষ্ট করেছেন তিনি।
উল্লেখ্য, দেশের জার্সিতে ২০০৯ সালে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল এই ক্রিকেটারের। নীল জার্সিতে ৭৪ টি-টোয়েন্টি ম্যাচে ৫১৫ রান ও ৫৪ উইকেট নিয়েছেন তিনি।
কোহলি ও রোহিতের বিদায়ের পর এমনিতেই এক শূন্যতা তৈরি হয়েছিল ক্রিকেটপ্রেমীদের মনে। এবার রবীন্দ্র জাদেজার অবসরের সিদ্ধান্ত একটা যুগের অবসান ঘটালো।
বিবার্তা/সানজিদা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]