
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। বার্বাডোজের কেনসিংটন ওভালে আজ টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
দক্ষিণ আফ্রিকা তাদের ক্রিকেট ইতিহাসে এই প্রথম কোনো বিশ্বকাপের ফাইনালে উঠে এসেছে। ভারত বিশ্বকাপ জিতে অভ্যস্ত। ওয়ানডে বিশ্বকাপ জিতেছে দুবার। টি-টোয়েন্টি একবার। আবার ফাইনাল খেলতেও তারা অভ্যস্ত। ২০২৩ বিশ্বকাপের ফাইনাল খেলেছে তারা। যদিও অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল ভারতকে।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনাল পর্যন্ত উঠে আসা ভারত এবং দক্ষিণ আফ্রিকা দলের কেউই কোনো ম্যাচ হারেনি। অর্থাৎ আজ যে হেরে যাবে, তার জন্য প্রথম হার। আর যে জিতবে, সে অপরাজিত চ্যাম্পিয়ন।
এদিকে পুরো আসর জুড়েই ভারত তাদের একাদশে খুব একটা পরিবর্তন আনেনি। সেমিতে ইংল্যান্ডের বিপক্ষে দাপুটে জয়ই পেয়েছিল রোহিত শর্মার দল। তাই ফাইনালে এসে উইনিং কম্বিনেশন ভাঙেনি তারা। অপরিবর্তিত একাদশ নিয়েই আজ মাঠে নামছে ভারত। একই পথে হেঁটেছে দক্ষিণ আফ্রিকাও। তারাও অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষব পান্ত (উইকেটরক্ষক), শিবাম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, জাসপ্রিত বুমরাহ।
দক্ষিণ আফ্রিকা একাদশ : এইডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক, রিজা হেনড্রিক্স, মার্কো জানসেন, হেনরিক ক্লাসেন, কেশব মহারাজ, ডেভিড মিলার, আনরিখ নর্কিয়ে, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস, তাবরাইজ শামসি।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]