ফাইনালে দক্ষিণ আফ্রিকা ও ভারতের সম্ভাব্য একাদশ
প্রকাশ : ২৯ জুন ২০২৪, ১২:০৯
ফাইনালে দক্ষিণ আফ্রিকা ও ভারতের সম্ভাব্য একাদশ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

আজ শিরোপা জয়ের লড়াইয়ে মাঠে নামবে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা শুরু হবে ম্যাচটি। টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত রয়েছে দুই দলই। তাই বলার অপেক্ষা রাখে না কঠিন লড়াই হবে ম্যাচে।


ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে বার্বাডোজের কিংস্টোন ওভালে। তাই এখন আলোচনার মূল বিষয় কেমন হতে পারে দুই দলের একাদশ। টানা ম্যাচ জিতলেও ফাইনাল নিয়ে বেশ সতর্ক দুই দল। এই ভেন্যুতে সবশেষ ম্যাচে আফগানদের ১১৫ রানে রুখে দিয়েছিল বাংলাদেশ।


কিন্তু জবাব দিতে নেমে ১০৫ রানেই গুঁটিয়ে যায় টাইগাররা। তার আগের ম্যাচে যুক্তরাষ্ট্র ১১৫ রানে অলআউট হলেও বড় জয় পায় ইংলিশরা। তবে ফাইনাল ম্যাচে ফ্ল্যাট উইকেটেই খেলা হওয়ার সম্ভাবনা বেশি। তাই একাদশেও পরিবর্তন আসতে পারে।


গত দুই ম্যাচ দুই পেসার নিয়ে খেলেছে ভারত। গায়নায় স্পিনের সুবিধা নিতে অক্ষর প্যাটেলকে খেলা হয়। ম্যাচসেরাও হন তিনি। তবে ফাইনালে যদি এক পেসার বাড়াতে চান তাহলে জায়গা হারাতে পারেন অক্ষর। তা ছাড়া বাকি দশটি জায়গা অপরিবর্তিত থাকার সম্ভাবনায় বেশি।


বিরাট কোহলির অফ ফর্মে থাকলেও তাকে নিয়ে তাড়াচাড়া করতে চান না কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মা। কোহলির অভিজ্ঞার উপর ভরসা রাখছেন তারা।


অন্যদিকে সেমিফাইনালের অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামতে পারে দক্ষিণ আফ্রিকা। ভারতের জাদেজা-কুলদ্বীপ থাকায় একজন বাড়তি পেসার নেওয়ার সুযোগ থাকলেও প্রোটিয়াদের হাতে সেই সুযোগ নেয়। কারণ, দক্ষিণ আফ্রিকার দুই স্পিনার কেশব মহারাজ এবং তাব্রাইজ শামসিই মূল ভারসা।


প্রোটিয়াদের পেস ইউনিটে এনরিখ নয়কিয়ার সঙ্গে আগুন ঝরাবেন কাগিসো রাবাদা এবং মার্কো জানসেন।


ভারতের সম্ভাব্য একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল/ মোহম্মদ সিরাজ, রবীন্দ্র জাদেজা, অর্শদীপ সিং, কুলদীপ যাদব ও জাসপ্রিত বুমরাহ।


দক্ষিণ আফ্রিকা সম্ভাব্য একাদশ : কুইন্টন ডি কক, রেজা হেন্ডরিক্স, এইডেন মার্করান, হেইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ত্রিস্টান স্টাবস, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, এনরিখ নরকিয়া ও তাব্রাইজ শামসি।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com