
ভারতীয় ক্রিকেটের এক সময়ের তারকা ক্রিকেটার যুবরাজ সিংয়ের বাসায় ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে।
ভারতের পাঞ্চখোলার এমডিসি সেক্টর-৪-এর বাসা থেকে নগদ অর্থ-স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। ঘটনাটি ছয় মাস আগের বলে জানিয়েছে দেশটির জনপ্রিয় গণমাধ্যম খবর টাইম অব ইন্ডিয়া।
এই ঘটনায় বাড়ির কর্মকর্তাদের সন্দেহ করছেন যুবরাজের মা শবনম সিং। সন্দেহের তালিকায় আছেন বাড়ির কাজের লোক ললিতা দেবী সাকেতদি এবং রাঁধুনী শিলদার পাল।
২০২৩ সালের ৫ অক্টোরব থেকে গারগাঁওয়ে নিজেদের অন্য বাড়ি থেকে এমডিসির বাড়িতে আসেন যুবরাজের মা। বাড়ি এসে তিনি প্রথমে দেখেন একটি আলমারি থেকে প্রায় ৭৫ হাজার ভারতীয় রুপি ও দামি স্বর্ণালঙ্কার উধাও। পরে ব্যাপক খোঁজাখুজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
ষড়যন্ত্র করেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করে যুবরাজের মা জানান, ললিতা দেবী এবং শিলদার পাল হঠাৎ তাদের চাকরি বন্ধ করে দেন এবং দিওয়ালি উৎসবের সময় বাসা থেকে পালিয়ে যান। যে কারণেই তাদের দিকে সন্দেহের আঙুল তুলছেন শুভনাম সিং।
এ ঘটনায় বাড়ির সাবেক এই কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগ এনে একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হবে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]