
চলতি মাসের শেষের দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। দলে ফিরেছেন তিন ফরম্যাটের নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। এই অলরাউন্ডার দলে ফিরলেও মার্শকেই অধিনায়ক করে ১৫ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।
আসন্ন সিরিজের সবগুলো ম্যাচে খেলাটা নিশ্চিত নয় কামিন্সের। যে কারণেই, মার্শকে অধিনায়ক করেছে অস্ট্রেলিয়া।
আগামী ২১ ফেব্রুয়ারি ওয়েলিংটনে শুরু হবে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ। বাকি দুটি ম্যাচ হবে অকল্যান্ডে।
নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড:
মিচেল মার্শ (অধিনায়ক), প্যাট কামিন্স, টিম ডেভিড, নাথান এলিস, জস হ্যাজলউড, ট্রাভিস হেড, জস ইঙ্গলিস, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথিউ শর্ট, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ম্যাথিউ ওয়েড, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]