
সিলেটপর্ব শেষে ফের রাজধানী ঢাকায় ফিরে এসেছে বিপিএল। ৬ ফেব্রুয়ারি, মঙ্গলবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচে মোসাদ্দেক হোসেন সৈকতের দুর্দান্ত ঢাকার মুখোমুখি হয়েছে নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স।
এদিন টস জিতছেন ঢাকার অধিনায়ক মোসাদ্দেক। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যে কারণে আগে ব্যাট করবে রংপুর।
সিলেটপর্বের খেলা শেষে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে রংপুর। পাঁচ ম্যাচের চারটিতে জিতেছে তারা। অপরদিকে ঢাকা আছে টেবিলের নীচের দিক থেকে দ্বিতীয়স্থানে। সমান ম্যাচে তাদের জয় কেবল একটিতে।
রংপুর রাইডার্স একাদশ
বাবর আজম, রনি তালুকদার, ফজলে রাব্বি, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, হাসান মাহমুদ, মোহাম্মদ নবি, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদি, সালমান ইরশাদ।
দুর্দান্ত ঢাকা একাদশ
সাইম আইয়ুব, নাইম শেখ, অ্যালেক্স রস, সাব্বির হোসেন, গুলবাদিন নাইব, ইরফান শুক্কুর, মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), আরাফাত সানি, চতুরাঙ্গা ডি সিলভা, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]