আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে ঘোষণা, ৬ জনই ভারতীয় ক্রিকেটার
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪, ১৬:৫২
আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে ঘোষণা, ৬ জনই ভারতীয় ক্রিকেটার
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বর্ষসেরা ওয়ানডে দলও ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এতে বরাবরের মতই ভারতীয়দেরই আধিপত্য, রয়েছেন অধিনায়ক রোহিত শর্মা সহ মোট ছয় জন ক্রিকেটার।


২৩ জানুয়ারি, মঙ্গলবার বর্ষসেরা ওয়ানডে দল ঘোষণা করেছে আইসিসি। ওয়ানডে বিশ্বকাপের বছর হওয়ায় এই দলে জায়গা পাওয়ায় বিশ্বকাপের পারফর্ম্যান্স ভালো প্রভাব ফেলেছে। এবারের দলে ১১ জনের মধ্যে ছয় জনই ভারতের ক্রিকেটার। ভারত ছাড়া আর মাত্র তিনটি দেশের ক্রিকেটার জায়গা পেয়েছেন বর্ষসেরা দলে।


বর্ষসেরা ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছে ভারতের রোহিত শর্মাকে। বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে ছিলেন তিনি, করেছেন পাঁচশর বেশি রান। রোহিতের সঙ্গে জায়গা পেয়েছেন বিরাট কোহলিও। তিনি ছিলেন বিশ্বকাপের সবথেকে বেশি রান সংগ্রাহক। এছাড়াও বছরজুড়ে তিনি ব্যাট হাতে করেছেন ১৩৭৭ রান। এই দুজন ছাড়াও ভারত থেকে দলে জায়গা পেয়েছেন শুভমান গিল, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি।


এদিকে ভারত থেকে ছয় জন ক্রিকেটার জায়গা পেলেও বর্ষসেরা দলে জায়গা হয়নি অজিদের বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্সের। তবে বিশ্বকাপ ফাইনালের নায়ক ট্রাভিস হেড আছেন এই দলে। হেডের সঙ্গে দলে আছেন অ্যাডাম জাম্পাও।


এই দুই দল ছাড়াও দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন এবং হেইনরিখ ক্লাসেন এবং নিউজিল্যান্ডের ডেরিল মিচেল জায়গা পেয়েছেন এই দলে।


আইসিসির বর্ষসেরা ওয়ানডে দল:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ট্রেভিস হেড, বিরাট কোহলি, ড্যারেল মিচেল, হেনরিক ক্লাসেন, মার্কো ইয়ানসেন, অ্যাডাম জাম্পা, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com