রংপুরকে ১২১ রানের টার্গেট দিলো সিলেট
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪, ১৫:২৪
রংপুরকে ১২১ রানের টার্গেট দিলো সিলেট
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম ম্যাচে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ টস জিতে সিলেট স্ট্রাইকার্সকে ব্যাটিংয়ে পাঠায় রংপুর রাইডার্স। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২০ রান সংগ্রহ করে মাশরাফি বিন মর্তুজার দল।


মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দুপুর দেড়টায় মুখোমুখি হয় দুই দল। টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে সিলেট স্ট্রাইকার্সকে খুব একটা সুবিধা করতে দেয়নি রংপুর রাইডার্সের বোলাররা।


নিয়মিত উইকেট হারিয়ে সিলেটের রানের চাকা ১২০ রানেই থেমে যায়।


শুরুটা একদমই ভালো হয়নি সিলেটের। মোহাম্মদ মিথুন ৫ রান করে বিদায় নেওয়ার পর ব্যাটিংয়ে নামেন অধিনায়ক মাশরাফি। কিন্তু ৬ রানের বেশি করতে পারলেন না তিনি। ব্যাট করতে নেমে এরপর দ্রুত বিদায় নেন ইয়াসির আলী ও জাকির হাসান। থিতু হয়ে থাকা ওপেনার নাজমুল হাসান শান্ত উইকেট হারান ১৪ রান করে।


দল যখন বিপর্যয়ে, তখন ষষ্ঠ উইকেটে ৬৮ রানের দারুণ এক জুটি গড়েন হাওয়েল ও কাটিং। অষ্টদশ ওভারে কাটিংকে ৩১ রানে ফিরিয়ে এই জুটি ভাঙেন রিপন মণ্ডল। লড়তে থাকা হাওয়েলও টিকলেন না বেশিক্ষণ। শেষ ওভারে এসে ৩৬ বলে ৪ চার ও ১ ছক্কায় ৪৩ রান করে উইকেট হারান তিনি।


রংপুর রাইডার্সের হয়ে দুটি করে উইকেট নেন রিপন মণ্ডল ও মাহেদি হাসান। একটি করে উইকেট শিকার করেন মোহাম্মদ নবি ও হাসান মুরাদ।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com