শিরোনাম
সৌদি প্রো লিগে আল রিয়াদকে হারিয়ে আল নাসেরের জয়
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩, ১২:৫১
সৌদি প্রো লিগে আল রিয়াদকে হারিয়ে আল নাসেরের জয়
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো যেন আল নাসেরের পরিত্রাতা! যেই ম্যাচে পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই তারকা গোলবঞ্চিত থাকেন, সেই ম্যাচে পরাজয়ের স্বাদ নেয় তার ক্লাবও। অবশেষে সৌদি প্রো লিগে গোলের দেখা পেয়েছেন তিনি, তাতে তার দলও জয় স্বাদ নিয়েছেন। এদিন গোল করে ও করিয়ে মাইলফলকের ম্যাচ রাঙিয়েছেন রোনালদো।


শুক্রবার (৮ ডিসেম্বর) সৌদি প্রো লিগে আল রিয়াদের বিপক্ষে পেশাদার ক্যারিয়ারের ১২০০তম ম্যাচে নেমেছিলেন রোনালদো। এমন দিনে রোনালদো নিজেও দারুণ উজ্জীবিত ছিলেন। আল আউয়াল পার্কে আল রিয়াদকে ৪-১ গোলে হারিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। এদিন গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়েও এক গোল করিয়েছেন।


পুরো ম্যাচে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল নাসর। ম্যাচে ৬৭ শতাংশ বলের দখল রাখার পাশাপাশি ২২টি শট নিয়ে ৮টিই রাখে লক্ষ্যে আল-নাসর। অন্যদিকে পুরো ম্যাচে কেবল একটি শটই নিতে পেরেছে আল-রিয়াদ।


ম্যাচের ৩১তম মিনিটেই দলকে গোল করে এগিয়ে দেন রোনালদো। সাদিও মানের ক্রসে দারুণ ট্যাপে লক্ষ্যভেদ করেন ‘সিআর সেভেন।’


এরপর ম্যাচের ৪৫তম মিনিটে ব্যবধান বাড়ান ওটাভিও। তার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় নাসর।


দ্বিতীয়ার্ধেও দাপট ধরে রাখে গ্লোবাল ওয়ানরা। ম্যাচের ৬৭তম মিনিটে অ্যান্ডারসন তালিসকা বাড়ান ব্যবধান। এক মিনিট পর আন্দ্রে গ্রে নাসরের জাল খুঁজে নিয়ে কমান ব্যবধান। তবে তাতে হার এড়াতে পারেনি আল রিয়াদ।


ম্যাচের যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোল আদায় করে নাসরকে জয় এনে দেন অ্যান্ডারসন তালিসকা।


বিবার্তা/জবা

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com