শিরোনাম
পোর্তোকে হারিয়ে শেষ ষোলোয় বার্সেলোনা
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ১৪:০৯
পোর্তোকে হারিয়ে শেষ ষোলোয় বার্সেলোনা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

গত দুই আসরে পার হতে পারেনি গ্রুপ পর্ব। এই আসরেও প্রায় একই দশার কাছে ছিল বার্সেলোনা। তবে শেষ পর্যন্ত ঘুরে দাঁড়ায় তারা। মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে অলিম্পিক স্টেডিয়ামে ‘এইচ’ গ্রুপের ম্যাচে পোর্তোকে ২-১ ব্যবধানে পর্তুগিজ ক্লাব পোর্তোকে হারিয়ে নিশ্চিত করে শেষ ষোলো।


ম্যাচের শুরু থেকে বার্সেলোনা আক্রমণাত্মক পেলেও সুযোগ পেয়ে প্রথম গোল পেয়ে যায় পোর্তো। ৩০তম মিনিটে তেরেমির শট এক ডিফেন্ডারের পায়ে লেগে বক্সে পেয়ে যান গালেনো। তার শট বার্সা গোলরক্ষক ঝাঁপিয়ে ঠেকালেও ফিরতি শটে বল জালে পাঠান আকুইনো। দুই মিনিট পর সমতায় ফেরে বার্সা। পেদ্রির পাস থেকে বল টেনে নিয়ে জোরাল শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন কানসেলো।


বিরতির পর দলকে এগিয়ে নেন ফেলিক্স। কানসেলোকে বল দিয়ে বক্সে ঢুকে পড়েন তিনি। ফিরতি বল নিয়ে নিখুঁত শটে সমর্থকদের আনন্দে ভাসান এই পর্তুগিজ ফরোয়ার্ড। পরবর্তীতে আর কোনো গোল না হলে জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে জাভির শিষ্যরা।


বিবার্তা/মাসুম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com