নেদারল্যান্ডসের বিপক্ষে টাইগারদের অস্তিত্ব রক্ষার লড়াই আজ
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩, ০৯:২২
নেদারল্যান্ডসের বিপক্ষে টাইগারদের অস্তিত্ব রক্ষার লড়াই আজ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারত অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপটা এখনো বাংলাদেশ দলের জন্য সুখকর হয়ে ওঠেনি। কেননা টুর্নামেন্টে পাঁচ ম্যাচ খেলে টাইগাররা জয়লাভ করেছে কেবল একটিতে। টানা চার হারের পর নিজেদের অস্তিত্ব নিয়েই টানাটানি পড়ে গেছে বাংলাদেশের। যে কারণে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি টাইগারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।


শনিবার (২৮ অক্টোবর) ম্যাচটি অনুষ্ঠিত হবে অবশ্য কলকাতার ইডেন গার্ডেন্সে, বাংলাদেশ সময় দুপুর আড়াইটাই। ম্যাচ নিয়ে অবশ্য যথেষ্ট আশাবাদী বাংলাদেশ দল। ম্যাচের আগের দিন (শুক্রবার) সংবাদ সম্মেলনে আসা টাইগার পেসার তাসকিন আহমেদ অবশ্য শুনিয়েছেন সেই আশার বাণীও।


এই পেসার বলছিলেন, ‘আশা অনুযায়ী তো বোলিং-ব্যাটিং দুটোই হয়নি। আশা করছি যে কালকে আমাদের সেরাটা দিয়ে যেসব জায়গায় ভুল হয়েছে ওগুলোতে উন্নতি করা (সম্ভব)। মূল লক্ষ্য এখন তো জেতার কোনো বিকল্প নেই। নিজেদের সেরাটা দিয়ে জেতাটা মূল লক্ষ্য। যেসব জায়গায় ভালো হয়নি, সেসব জায়গায় ১০-১৫ শতাংশ উন্নতি করলে হয়ত জেতার সুযোগটা আসবে।’


বাংলাদেশ দলের এখনো অনেক কিছুই করে দেখানোর ক্ষমতা রয়েছে এমনটাই বলছেন তাসকিন, ‘এখনও সব শেষ হয়ে যায়নি। আরও চার ম্যাচ আছে। পরের ৪ ম্যাচে যদি আমরা জিততে পারি, অনেক কিছুই সম্ভব। কারণ এখানে রান রেটের একটা ব্যাপার আছে এবং কয়েকটি দল আছে যেমন- ইংল্যান্ড হেরেছে আফগানিস্তানের কাছে। আবার ইংলিশরা শ্রীলঙ্কার বিপক্ষেও হেরেছে। ফলে যদি পরের চার ম্যাচে জিততে পারি তাহলে গল্পটা অন্যরকম হতে পারে।’


এদিকে নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস জানিয়েছেন নিজেদের সামর্থ্য সম্পর্কে, ‘আমরা বেশি দর্শকের সামনে খেলতে পছন্দ করি। ছেলেরাও মুখিয়ে আছে। কালকের দর্শকরা ভারত নাকি বাংলাদেশ থেকে আসছেন, তা আমরা জানি না। আমরা তাদের সামনে ভালো পারফরম্যান্স দেখাতে চাই। আমরা প্রতিটি ম্যাচই জেতার জন্য খেলি। এটা বিগ গেম, প্রতিটি ম্যাচই বিগ গেম। মাঠে নামতে মুখিয়ে আছি। আমরা আমাদের সামর্থ্য সম্পর্কে জানি।’


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com