শিরোনাম
সাকিব ‌‌মীরজাফর, আইসিসির তালিকা নকল হতে পারে: শিশির
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ১৩:১৪
সাকিব ‌‌মীরজাফর, আইসিসির তালিকা নকল হতে পারে: শিশির
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্বকাপের বাকি আর মাত্র দুদিন। এর মধ্যে বিশ্বকাপকে সামনে রেখে চলতি বিশ্বমঞ্চে খেলা ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। সেই তালিকায় আছেন বাংলাদেশের ওয়ানডে দলপতি সাকিব আল হাসান।


অন্যদিকে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থার সেই পোস্ট শেয়ার করেছেন সাকিব পত্নী উম্মে আহমেদ শিশির। আর ক্যাপশনে মজার ছলে সাকিবকে ‘মীর জাফর’ বলেও আখ্যায়িত করেছেন তিনি।


রবিবার (১ অক্টোবর) রাত ১১টা ৪২ মিনিটে পোস্টটি শেয়ার করে ক্যাপশনে শিশির লিখেছেন, মীর জাফর এই তালিকায় ঢুকল কী করে! এটা নকল হতে পারে।


আইসিসির প্রকাশিত বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তিনে আছেন সাকিব। এখন পর্যন্ত বিশ্বকাপে ৩৪ উইকেট পেয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।


অন্যদিকে ৪৯ উইকেট নেওয়া মিচেল স্টার্ক তালিকার শীর্ষে রয়েছেন। এ ছাড়া দুইয়ে কিউই পেসার ট্রেন্ট বোল্ট (৩৯), এরপরই আছেন আরেক কিউই পেসার টিম সাউদি (৩৪) এবং ভারতীয় পেসার মোহাম্মদ শামি (৩১)।


বিবার্তা/মাসুম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com