
আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে। আজ শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছে টাইগাররা। এবার বাংলাদেশ শিবিরে আরেক দুঃসংবাদ। ইনজুরিতে পড়েছেন অধিনায়ক সাকিব আল হাসান।
চোটের কারণে আজ (শুক্রবার) গোহাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে খেলছেন না সাকিব। এমনকি শঙ্কা আছে ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে এবারের বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে তার খেলা নিয়েও।
যদিও বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সাকিবের চোটের বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।
তবে ক্রীড়াভিত্তিক গণমাধ্যম টি স্পোর্টসের প্রতিবেদনে এসেছে, গোহাটিতে প্রথম প্রস্তুতি ম্যাচের আগের রাতে ফুটবল খেলতে গিয়ে বাঁ পায়ে ব্যথা পেয়েছেন সাকিব। অনেকটাই ফুলে গেছে পা।
এদিকে সাকিবের অনুপস্থিতিতে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন মেহেদি হাসান মিরাজ। এই ম্যাচে বাংলাদেশের শুরুর একাদশে নেই নাজমুল হোসেন শান্ত এবং মোস্তাফিজুর রহমানও।
বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে। চোটের কারণে সাকিবের এই ম্যাচে খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
বিবার্তা/রিয়াদ/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]