
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ বাঁচানোর ম্যাচে দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম। সেক্ষেত্রে বিশ্রাম দেওয়া হয়েছে তামিম একবাল এবং লিটন দাসকে। তৃতীয় ওয়য়ানডের জন্য অধিনায়ক হিসেবে মিরাজ এবং শান্তকে নিয়ে ভাবছিল বিসিবি। শেষ পর্যন্ত ভারপ্রাপ্ত হয়ে অধিনায়ক শান্তর অভিষেক হচ্ছে ২৬ সেপ্টেম্বর, মঙলবার।
এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচ খেলেই ইনজুরিতে পড়ে ফিরে আসতে হয়েছিলো শান্তকে। বিশ্বকাপে তিনি খেলতে পারবেন কি না, তা নিয়ে ছিল সংশয়। অবশেষে শান্তর দলে ফেরাতে স্বস্তির সুবাতাস বইলো বাংলাদেশে ক্রিকেটে। নাজমুল হোসেন শান্তর সাথে প্রথম ২ ম্যাচে দলে না থাকা মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলামও তৃতীয় ম্যাচের দলে যুক্ত হয়েছেন।
তৃতীয় ওয়ানডের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, জাকির হাসান, এনামুল হক, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন।
বিবার্তা/পুলক/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]