
আবারও বৃষ্টির মুখে দ্বিতীয়বারের মতো বন্ধ হলো বাংলাদেশ নিউজিল্যান্ডের প্রথম ওডিয়াই ম্যাচ। প্রথমবার বৃষ্টির পর প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল খেলা। তবে এবার আর বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না বৃষ্টি-বিরতি। ইতোমধ্যে থেমেছে বৃষ্টি। শিগগির খেলা শুরু হওয়ার কথা।
৩৪তম ওভারের ৪ বল খেলা না হতেই মিরপুরে ফেরা বৃষ্টি হানা দেয়। তবে স্বস্তির বিষয় হলো মিনিট খানেকের মধ্যে বৃষ্টি আবার থেমে যায়। এখন মাঠ প্রস্তুতের কাজ চলছে। এর আগে বৃষ্টির কারণে ২ ঘণ্টা ৮ মিনিট বন্ধ থাকে খেলা। ওভার কমে ৮টি করে।
এর আগে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে নিউজিল্যান্ড। মুস্তাফিজের জোড়া আঘাতে ধীরগতিতে রান তুলে কিউই ব্যাটাররা। সেই মোস্তাফিজের আঘাতেই ভাঙ্গে উইল ইয়ংএবং হেনরি নিকোলসের ৯৭ রানের জুটি। মিরপুরে যে কোনো উইকেটে নিউজিল্যান্ডের সর্বোচ্চ রানের রেকর্ড এটি।
দুইটি মেইডেন ওভার দিয়ে দুর্দান্ত বোলিংয়ে কিউই ব্যাটারদের ভুগিয়েছেন নাসুম। অবশেষে সপ্তম ওভারে পেলেন উইকেটের দেখা। ফিফটি করা উইল ইংয়কে ফেরান স্ট্যাম্পিংয়ের শিকার বানিয়ে। ৯১ বলে ৫৮ রান করেন ইয়ং। ১ বল পরেই নতুন ব্যাটার রাচিন রবীন্দ্রকে ফেরান শূন্য রানে। সুইপ করতে গিয়ে ব্যাটে লাগাতে পারেননি রাচিন, বল লাগে পায়ে। আম্পায়ার আউট না দিলেও নিশ্চিত ছিলেন নাসুম। রিভিউ নিলে দেখা যায় স্পষ্ট আউট। দ্বিতীয় স্পেলের তৃতীয় ওভারে মাত্র ১ রান দিয়ে নেন ২ উইকেট। এর আগে প্রথম স্পেলে ৪ ওভারে ১৩ রান দিয়ে নাসুম উইকেট শূন্য ছিলেন।
বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার পূর্ব পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ১৩৬/৫ (৩৩.৫ ওভার)।
বিবার্তা/পুলক/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]