
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দীর্ঘদিন পর দলে ফিরেছেন বাংলাদেশের দুই অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল আর মাহমুদুল্লাহ রিয়াদ। এছাড়া দলে ফিরেছেন সৌম্য সরকার, নুরুল হাসান সোহানও। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস।
২১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ঠিক সময় খেলা শুরু হলেও বেশিক্ষণ চালানো যায়নি ম্যাচ। ৪.৩ ওভারে নিউজিল্যান্ড সংগ্রহ যখন বিনা উইকেটে ৯ রান, মিরপুরে ঝমঝম বৃষ্টি কারণে কভার দিয়ে ঢেকে ফেলতে হয় মাঠ। স্বস্তির খবর হলো, প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর আবারও শুরু হলেও ৫০ ওভারের বদলে এখন ৪২ ওভারে চলবে খেলা।
সফরকারী কিউইদের ওপর বৃষ্টির পর দারুণভাবে চেপে বসেছে বাংলাদেশের বোলাররা। স্পিনারদের বল ঘুরছে লাটিমের মত। পেসাররা আগুন ঝরাচ্ছেন রীতিমত। বিশেষ করে বাংলাদেশের মোস্তাফিজুর রহমান। বাঁ-হাতি এই পেসারের দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ের শুরুতেই দুই উইকেট হারিয়ে বিপর্যয়ে রয়েছে কিউই ব্যাটিং লাইনআপ।
২০ বলে ৯ রান করে মোস্তাফিজের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ওপেনার ফিন অ্যালেন। ওয়ানডাউনে নামা চ্যাড বোয়েজও একইভাবে উইকেটের পেছনে নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ দিতে বাধ্য হন মোস্তাফিজের বলে।
উইকেট হারিয়ে বেশ দেখেশুনে ব্যাট চালাচ্ছেন কিউই ব্যাটাররা। ধীরগতির ব্যাটিংয়ে রান তোলার থেকে উইকেট বাঁচিয়ে খেলছেন তারা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহঃ ৪৯/২ (১৫ ওভার)
বিবার্তা/পুলক/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]