নারী বিদ্বেষী পোস্টে তানজিম সাকিবের ভুল স্বীকার
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৩৬
নারী বিদ্বেষী পোস্টে তানজিম সাকিবের ভুল স্বীকার
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

সম্প্রতি এশিয়া কাপের ভারতের বিপক্ষে দারুণ পারফরম্যান্স যেমন দেশের আন্তর্জাতিক পরিচিতি এনে দিয়েছে তেমনি মর্যাদা এনে দিয়েছে তরুণ পেসার তানজিম হাসান সাকিবকে। তার প্রতি নিজেদের মুগ্ধতার কথা জানিয়েছেন ভারতের কিংবদন্তি কুম্বলে ও কার্তিকরা।


এমন সময় বেশ পুরনো ফেসবুকের কিছু পোস্টের জন্য ব্যাপক সমালোচনার মুখেও পড়তে হয়েছে যুব বিশ্বকাপজয়ী এই ক্রিকেটারকে। অবস্থা এতোটাই বিব্রতকর যে, ভুল স্বীকার করে ভবিষ্যতের জন্যও আর এমন না করার কথা দিয়েছেন তিনি।


আজ (মঙ্গলবার) মিরপুরে গণমাধ্যমকে বিসিবির ক্রিকেট অপারেশন্স প্রধান জালাল ইউনুস বলেন, ‘সে (তানজিম) বলেছে আমি দুঃখিত। আমরা সতর্ক করেছি ভবিষ্যতে যেন এমন পোস্ট আর না দেওয়া হয়। সে বলেছে এ ধরনের পোস্ট থেকে বিরত থাকবে। সে যেহেতু ভুল স্বীকার করেছে। সে একটা বড় কথা বলেছে- সে নারী বিদ্বেষী নয়। সে বলেছে আমার মা-ই তো একজন নারী। আমি কীভাবে নারী বিদ্বেষী হতে পারি। (সে কোন ধ্যানধারণার অনুসারী, তার মানসিকতা কেমন) অবশ্যই এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা তাকে পর্যবেক্ষণ করব। ’


তানজিম সাকিব ভবিষ্যতে এমন কিছুর পুনরাবৃত্তি করলে ব্যবস্থা নেবে বিসিবি। এমনটাই জানিয়েছেন জালাল, ‘তার পরিবারও এ ব্যাপারে খুবই শঙ্কিত। এমন পরিস্থিতি তারাও আশা করেনি। তারাও দুঃখিত। সামনে বিশ্বকাপ আছে, সে তরুণ ছেলে, বয়স কম। এজন্য তাকে সতর্ক করে দেওয়া হয়েছে। এরপরও ওরকম কিছু যদি থাকে তাহলে আমরা অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।’


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com