
প্রথমবারের মতো এশিয়ান গেমসে অংশ নেবেন সাবিনারা। তার আগেই এএফসি অনুর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে অংশ নিতে ভিয়েতনামের উদ্দেশ্যে রওনা হয়েছেন তাদের অনুজ রুমা আক্তাররা। আজ দুপুরে তারা বাংলাদেশ ত্যাগ করেন।
আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ব্যস্ত সময় যাচ্ছে বাংলাদেশের। প্রতিদিনই এশিয়ান গেমসের জন্য দেশ ছাড়ছে কোনো না কোনো জাতীয় দল। রয়েছে আন্তর্জাতিক খেলাও।
প্রথমবারের মতো এশিয়ান গেমসে অংশ নিতে মধ্যরাতে দেশ ছাড়বেন সাবিনা খাতুনের দল। এশিয়ান গেমসে বাংলাদেশের প্রতিপক্ষ ভিয়েতনাম, জাপান ও নেপাল। এশিয়ান গেমসে অংশ নিয়েই দুই বিশ্বকাপ খেলা দলের বিপক্ষে পড়েছে বাংলাদেশ।
১৮ সেপ্টেম্বর, সোমবার দুপুরেই রুমা আক্তাররা ভিয়েতনামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এএফসি চ্যাম্পিয়নশিপ অনূর্ধ্ব -১৭ বাছাইয়ের দ্বিতীয় পর্বে অংশ নিতে। এএফসি অনূর্ধ্ব -১৭ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের গ্রুপে রয়েছে ভিয়েতনাম ও অস্ট্রেলিয়া। যদিও কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। তবুও মূল পর্বে খেলার আশা নিয়েই দেশ ছেড়েছেন রুমা আক্তাররা।
বিবার্তা/পুলক/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]