ভারতের বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ১৫২
প্রকাশ : ১৬ জুলাই ২০২৩, ১৭:১৫
ভারতের বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ১৫২
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

টি-টোয়েন্টি সিরিজের পর সফররত ভারতীয় নারী ক্রিকেট দলের বিপক্ষে আজ মিরপুরে ওয়ানডে খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে আজ সকালে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারীরা। আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো না হলেও মিডল অর্ডারে নিগার সুলতানা জ্যোতি ও ফারজানা হকের ৪৯ রানের জুটিতে শেষ পর্যন্ত টাইগ্রেসদের ইনিংস থামে ৪৩ ওভারে ১৫২ রান করে।


টি-টোয়েন্টিতে তিন ম্যাচ সিরিজের প্রথম দুটি হেরে সিরিজ খোয়ালেও শেষটিতে জিতে আত্মবিশ্বাস ফিরে পায় বাংলাদেশের মেয়েরা। ফলে আজকের ম্যাচে নিজেদের ফেভারিট মেনেই মাঠে নেমেছিল জ্যোতির দল। তবে ব্যাট হাতে শুরুটা ভালো করতে পারেননি দুই ওপেনার মুর্শিদা খাতুন এবং শারমিন আখতার।


ক্রিজে অনেকটা সেট হয়েও আজ ইনিংস বড় করতে পারেন নি দুই ওপেনারের কেউই। ১৮ বল খেলে নিজের ব্যক্তিগত রানের খাতা খোলার আগেই রান আউট হয়ে ফিরে যান শারমিন। পরে একই পথ ধরেন মুর্শিদাও, ৩০ বল খেলে ১৩ রান করেই আউট হন তিনি। এরপরই নামে বৃষ্টি। পরে বৃষ্টি থামলেও ম্যাচ কমিয়ে আনা হয় ৪৪ ওভারে।


দুই ওপেনারের বিদায়ের পর ফারজানা হককে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক জ্যোতি। দুজনে মিলে গড়েন ৪৯ রানের জুটি। দলীয় ৬৩ রানে ফারজানা ২৭ রান করে ফিরে গেলেও রিতু মনিকে সঙ্গে নিয়ে টাইগ্রেসদের সংগ্রহ ১০০ পার করেন জ্যোতি।


দলীয় সংগ্রহ যখন ১০৩ তখনই এলবিডব্লিউর ফাঁদে পড়ে আউট হন জ্যোতি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় শেষ পর্যন্ত ৪৩ ওভারে ৯ উইকেটে ১৫২ রান করতে পারে বাংলাদেশ। ইনজুরির কারণে ব্যাট করতে পারেননি স্বর্ণা আক্তার। ফলে ভারতের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়িয়েছে ১৫৩ রান।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com