
২০০৯ সালে ফেডারেশন কাপের ফাইনালে আবাহনীকে হারিয়ে শিরোপা জিতেছিল মোহামেডান। চৌদ্দ বছর পর ফেডারেশন কাপে আবারও টাইব্রেকারে আবাহনীকে হারিয়ে ফেডারেশন কাপের শিরোপা জিতে নিয়েছে মোহামেডান।
৩০ মে, মঙ্গলবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে নির্ধারিত সময়ের খেলা ৩-৩ গোলের সমতা নিয়ে শেষ হয়। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে একটি করে গোল করে উভয় দল। তাতে অতিরিক্ত সময়ের খেলা ৪-৪ গোলের সমতায় শেষ হয়। সমতা ভাঙতে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে আবাহনীকে ৪-২ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নেয় সাদা-কালো শিবির।
টাইব্রেকারে মোহামেডানের হয়ে প্রথম গোল করেন একাই ৪ গোল করা সোলেমান দিয়াবাতে। কিন্তু আবাহনীর রাফায়েলের নেওয়া প্রথম শটটা আটকে দেন মোহামেডানের বদলি গোলকিপার আহসান হাবিব দিপু। তিনি আবাহনীর দুই-দুটি শট ফিরিয়ে দেন। তার মধ্যে বিশ্বকাপে খেলা দানিয়েল কলিনদ্রেসের শটও ছিল। মোহামেডানের চতুর্থ এবং আবাহনীর পঞ্চম শট আটকে যায়। শেষ পর্যন্ত মোহামেডানের পঞ্চম শটে কামরুল গোল করতেই শিরোপা জয়ের উল্লাসে ফেটে পড়ে মোহামেডান শিবির। ১৪ বছর পর ফেডারেশন কাপ ঘরে তুলল ঐতিহ্যবাহী ক্লাবটি।
বিবার্তা/লিমন/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]