শিরোনাম
চমক রেখেই দল ঘোষণা করল পর্তুগাল
প্রকাশ : ৩০ মে ২০২৩, ১৬:৫৬
চমক রেখেই দল ঘোষণা করল পর্তুগাল
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইউরোপের দলগুলোকে নিয়ে অনুষ্ঠিত টুর্নামেন্ট ইউরোর বাছাইয়ের ম্যাচের জন্য দল ঘোষণা করেছে পর্তুগাল। ২৬ সদস্যের এ স্কোয়াডে রয়েছেন অভিজ্ঞ পেপে ও ক্রিস্টিয়ানো রোনালদো।


সিআর সেভেন ছাড়াও ঘোষিত এ স্কোয়াডে আরও আছেন ব্রুনো ফার্নান্দেস, বার্নাডো সিলভা, রুবেন ডিয়াজ এবং জোয়াও ক্যানসেলোর মতো তারকারা।


প্রথমবারের মতো ডাক পেয়েছেন ওলভসের ডিফেন্ডার টটি গোমেজ। এ ছাড়া পুনরায় দলে ফিরেছেন নেলসন সেমেডাও, রেনাতো সানচেজ ও রিকার্ডো হোর্তা।


আগামী জুনে বসনিয়া ও হার্জেগোভিনা এবং আইসল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে পর্তুগিজরা। আগামী ১৭ জুন লিসবনে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে এবং তিনদিন পর রেইকজেভিকে আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন রোনালদোরা।


পর্তুগাল স্কোয়াড : ডিওগো কস্তা, হোসে সা, রুই প্যাট্রিসিও, আন্তোনিও সিলভা, দানিলো, ডালট, ইনাসিও, ক্যানসেলো, নেলসন সেমেডো, পেপে, গুয়েরেইরো, রুবেন ডিয়াজ, টোটি গোমেস, বার্নার্ডো সিলভা, ব্রুনো ফার্নান্দেস, পালহিনহা, ওটাভিও, রেনাতো সানচেজ, রিকার্ডো হোর্তা, রুবেন নেভেস, ভিতিনহা, ক্রিস্টিয়ানো রোনালদো, দিয়োগো জোতা, গঞ্জালো রামোস, জোয়াও ফেলিক্স ও রাফায়েল লিও।


বিবার্তা/নিলয়

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com