আইপিএলের টিকিট ব্যবস্থাপনা নিয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ
প্রকাশ : ২৬ মে ২০২৩, ১৬:১২
আইপিএলের টিকিট ব্যবস্থাপনা নিয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

জমজমাট আয়োজনে শুরু হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসর শেষ হতে মাত্র দুই ম্যাচ বাকি। স্বাভাবিকভাবেই টুর্নামেন্ট যতই সামনে এগোতে থাকে, ততই দর্শকদের মাঝে আগ্রহ বাড়তে থাকে।


তার ওপর চলতি আইপিএলে মহেন্দ্র সিং ধোনির জন্য দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। ফলে সবার আগে ফাইনালে ওঠা চেন্নাই সুপার কিংসের ম্যাচ দেখতে দর্শকরা কাউন্টারে রীতিমতো হুড়োহুড়ি শুরু করেছেন। তবে টিকিট ব্যবস্থাপনা নিয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।


একাধিক ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, আজকের (২৬ মে) দ্বিতীয় কোয়ালিফায়ার ও আগামী ২৮ মে আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে হবে আসরের ফাইনাল। সেখানে চেন্নাইয়ের প্রতিপক্ষ কারা হবে, সেটি আজ রাতের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে জানা যাবে। ফাইনালে ওঠার লড়াইয়ে আজ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের মোকাবিলা করবে সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। দুটি ম্যাচের জন্যই দর্শকদের মাঝে তুমুল উৎসাহ দেখা গেছে।


কাউন্টার খুলতেই আগে টিকিট সংগ্রহ করার চেষ্টায় হুড়োহুড়ি শুরু হয়ে যায় ক্রিকেটপ্রেমীদের মধ্যে। তৈরি হয় চূড়ান্ত বিশৃঙ্খলা। ধাক্কাধাক্কিতে কয়েকজন নিচে পড়ে যান। পদপিষ্ট হওয়ার শঙ্কার মাঝেই কয়েক জন আহত হন, তবে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।


বিবার্তা/সউদ/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com