শিরোনাম
শিরোপা নিশ্চিতের পর হেরেই চলেছে বার্সেলোনা
প্রকাশ : ২৪ মে ২০২৩, ১৬:৩০
শিরোপা নিশ্চিতের পর হেরেই চলেছে বার্সেলোনা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

আগেভাগেই শিরোপা নিশ্চিত করে ফেলায় নিজেদের সৌভাগ্যবানই ভাবতে পারে বার্সেলোনা। কেননা, বার্সার সাম্প্রতিক যে ফর্ম তাতে লিগ শিরোপা আদৌ কপালে জুটতো কিনা সেই প্রশ্নই দেখা দিচ্ছে।


এস্পানিওলকে হারিয়ে ২৭তম লা লিগা শিরোপা নিশ্চিত করার পর টানা দুই ম্যাচ হারলো জাভি হার্নান্দেজের শিষ্যরা। মঙ্গলবার রাতে রিয়াল ভায়াদোয়িদের মাঠে গিয়ে চ্যাম্পিয়ন বার্সেলোনা হেরে এসেছে ৩-১ গোলের ব্যবধানে।


এই পরাজয়ে বার্সেলোনার পয়েন্ট এবং অবস্থানে কোনো হেরফের হয়নি। আগের সেই ৮৫ পয়েন্ট নিয়েই রয়েছে তারা। তবে জয়ে লাভ হয়েছে রিয়াল ভায়াদোয়িদের। লা লিগায় টিকে থাকার লড়াই করতে হচ্ছে তাদের। বার্সাকে হারিয়ে আপাতত রেলিগেশন জোন থেকে একটু উপরে উঠে এলো তারা।


৩৬ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে একধাপ উপরে উঠলো ভায়াদোয়িদ। এখন তারা রয়েছে ১৭ নম্বরে। রেলিগেশন থেকে মুক্তি পেতে আরও দুটি ম্যাচে মাঠে নামতে হবে তাদেরকে। ব্রাজিলিয়ান সাবেক তারকা রোনালদোর ক্লাবটি শেষ দুই ম্যাচে মুখোমুখি হবে আলমেরিয়া এবং গেটাফের। গেটাফেও রয়েছে রেলিগেশনের খাঁড়ায়।


এস্পানিওলকে হারিয়ে শিরোপা নিশ্চিত করার পর রিয়াল সোসিয়েদাদের কাছেও তারা হেরেছিলো ২-১ গোলের ব্যবধানে। এবার হারলো রিয়াল ভায়াদোয়িদের কাছে।


২৭তম লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা ম্যাচের শুরুতেই আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে। ম্যাচ শুরু হতে না হতেই ভায়াদোয়িদের একটি আক্রমণ ঠেকাতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে দেন আন্দ্রেস ক্রিস্টেনসেন।


ম্যাচের ২২তম মিনিটে আবারও পিছিয়ে পড়ে বার্সা। এবার এরিক গার্সিয়ার কল্যাণে পেনাল্টি পায় ভায়াদোয়িদ। স্পট কিক নেন সাইল লারিন। ম্যাচের ৭৩তম মিনিটে ৩-০ করে ফেলে ভায়াদোয়িদ। এবার গঞ্জালো প্লাতার দুর্দান্ত এক শটে বল জড়িয়ে যায় বার্সার জালে। যদিও ভিএআর চেক করতে হয়েছিলো অফসাইড হয়েছে কি না তা দেখার জন্য। তাতে গোল ঠেকানো যায়নি। ৮৪তম মিনিটে এসে একটি স্বান্তনার গোল পায় রবার্ট লেওয়ানডস্কি।


বিবার্তা/নিলয়

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com