
বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৭ হাজার রান ও ৩শ উইকেট শিকারের মালিক হলেন বাংলাদেশী অলরাউন্ডার সাকিব আল হাসান। ওয়ানডে ইতিহামে ব্যাট হাতে ৭ হাজার রান ও বল হাতে ৩শ উইকেট শিকার করা তৃতীয় ক্রিকেটার সাকিব।
শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে ৯৩ রানের ইনিংস খেলেন সাকিব। এই ইনিংসের মাধ্যমে ওয়ানডেতে ৭ হাজার রান পূর্ণ করেন সাকিব। গত সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে বোলার হিসেবে ৩শ উইকেট পূর্ণ করেছিলেন সাকিব।
সাকিবের আগে ওয়ানডেতে ৭ হাজার ও ৩শ উইকেট শিকার করেছেন শ্রীলংকার সনাথ জয়সুরিয়া ও পাকিস্তানের শহিদ আফ্রিদি।
৪৪৫ ম্যাচে জয়সুরিয়া ১৩৪৩০ রান ও ৩২৩ উইকেট নিয়েছেন। ৩৯৮ ম্যাচে ৮০৬৪ রান ও ৩৯৫ উইকেট আছে আফ্রিদির। ২২৮ ম্যাচেই ৭ হাজার ও ৩শ উইকেট শিকারের ক্লাবে প্রবেশ করেন সাকিব।
তামিম ইকবালের পর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে ওয়ানডেতে ৭ হাজার রান করেন সাকিব। ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে তামিম খেলেছেন ২০৪ ইনিংস। সাকিব করেছেন ২১৬ ইনিংসে।
বিবার্তা/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]