
অধিনায়ক তামিম ইকবালের পর এবার সাজঘরের পথ ধরেছেন লিটন দাসও। প্রথম উইকেট হারানোর পর এই ওপেনার বেশ দেখেশুনেই খেলছিলেন। আগ্রাসী ভূমিকায় ব্যাটিং করতে গিয়ে কার্টিস ক্যাম্ফারের বলে কাভার অঞ্চলে ক্যাচ তুলে দিয়েছেন লিটন। স্লিপে তামিমের ক্যাচ নেয়া পল স্টার্লিংয়ও তালুবন্দী করেন লিটন দাসকে। আউট হওয়ার আগে এই ব্যাটার ৩১ বলে ২৬ রান করেছেন।
এর আগে মাত্র ৩ রান করেই ফিরে যান হালের আলোচনায় থাকা অধিনায়ক তামিম। ব্যাটে থিতু হতে না পারার বৃত্ত থেকে তিনি এবারও বের হতে পারলেন না। তামিমের ফেরার পর নাজমুল হোসেন শান্তকে নিয়ে বেশ ভালোভাবেই আগাচ্ছিলেন লিটন। মিডিয়াম পেস বলার মার্ক অ্যাডয়ারের বলে উড়িয়ে খেলতে গিয়েই ধরা পড়েন কাভার অঞ্চলে। লিটন-শান্ত’র জুটিটা আরও বড় হতে পারত। ৩৪ রানের জুটি থামল দলীয় ৪৯ রানে।
ক্যাম্ফারের বলে আউট হওয়ার আগে তামিমও স্টালিংয়ের হাতে ধরা পড়েন। বৃত্তের বাইরে পাঠাতে ব্যর্থ লিটনও তাকেই ক্যাচ দিয়েছেন। হাল ধরতে ক্রিজে শান্তর সঙ্গে ব্যাট করছেন টাইগার অলরাউন্ডার সাকিব।
বিবার্তা/এমএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]