
ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরে সিলেট স্ট্রাইকার্সের হয়ে পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির বল হাতে মাঠ মাতিয়েছেন। পাক অলরাউন্ডার ইমাদ ওয়াসিমও খেলেছেন সিলেটের হয়ে।
পাকিস্তানের ফ্রাঞ্চিইজি টুর্নামেন্ট পিএসএল খেলতে গেল বুধবার সিলেট থেকে বিদায় নিয়ে দেশে ফেরেন তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠ মাতানোর জন্য সিলেটের ডেরায় যোগ দিচ্ছেন এই দুই ক্রিকেটার।
৬ ফেব্রুয়ারি, সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছে সিলেট ফ্র্যাঞ্চাইজি। তারা জানিয়েছে, লিগ পর্বের শেষ ম্যাচে সিলেটের হয়ে খুলনা টাইগার্সের বিপক্ষে খেলবেন মোহাম্মদ আমির এবং ইমাদ ওয়াসিম। চলমান বিপিএলে সিলেটের হয়ে আমির ১০ ম্যাচ খেলে সংগ্রহ করেছেন ১৩ উইকেট। সমান সংখ্যাক ম্যাচ খেলে ইমাদ নিয়েছেন ১০ উইকেট।
চলতি মাসের ৮ তারিখে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দুপুর দেড়টায় খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স। ম্যাচে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে পাবে না দলটি। গ্রোয়েনের ইনজুরির কারণে বেশ অস্বস্তিতে ভুগছেন এই তারকা পেসার। শঙ্কা জেগেছে কেয়ালিফায়ার ম্যাচে খেলা নিয়েও।
বিবার্তা/এমএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]