বাংলাদেশের নতুন কোচ চান্ডিকা হাথুরুসিংহে
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৩, ১৬:৫১
বাংলাদেশের নতুন কোচ চান্ডিকা হাথুরুসিংহে
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

চান্ডিকা হাথুরুসিংহের বাংলাদেশ জাতীয় দলের কোচ হওয়ার গুঞ্জন এবার সত্যি হলো। আজ বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে, হাথুরুসিংহের জাতীয় দলের কোচ হওয়ার বিষয়টি চূড়ান্ত হয়ে গেছে। দুই বছরের চুক্তিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ হবেন হাথুরুসিংহে। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবেন।


নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচের দায়িত্ব ছেড়েছেন হাথুরুসিংহে, নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে এমন খবরই জানিয়েছে ক্রিকেট নিউ সাউথ ওয়েলস। নিউ সাউথ ওয়লসের হয়ে ২০১১-২০১৪ পর্যন্ত একদফা কোচিং করিয়েছিলেন হাথুরু। এরপর আবার ২০২০ সালে দ্বিতীয় দফা অস্ট্রেলিয়ান এই রাজ্য দলের সহকারী ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেন।হাথুরুর জায়গায় নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচ হিসেবে স্থলাভিষিক্ত হচ্ছেন সাবেক অজি অধিনায়ক ক্যামেরুন হোয়াইট।


২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত লালসবুজদের তালিম দিয়েছিলেন চান্ডিকা হাথুরুসিংহে। ওডিআই ক্রিকেটে বাংলাদেশ তার হাত ধরে অনেক দূর এগিয়েছিল। অন্য দুই ফরম্যাটে যেমনই হোক, একদিনের ম্যাচে সাকিব-তামিমরা যেন সুন্দরবনের বাঘ।


২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সিরিজের মধ্যদিয়ে প্রধান কোচের দায়িত্ব ছেড়ে চান্ডিকা হাথুরুসিংহে লঙ্কানদের কোচের দায়িত্ব গ্রহন করেন। এরপর কত বছর কেটে গেছে টাইগার শিবিরে। এবার ৫ বছর পর হাথুরুর প্রত্যাবর্তনের অপেক্ষায় চাতক পাখির মতো তাকিয়ে আছে তামিম-মুশফিকরা।


গেল বছরের ডিসেম্বরে রাসেল ডমিঙ্গো বাংলাদেশের দলের প্রধান কোচের দায়িত্ব ছাড়েন। প্রটিয়া এই কোচ ওডিআই এবং টেস্ট ক্রিকেটের হালহকিকত দেখবাল করেছেন টাইগারদের। তবে দলের উন্নতির চেয়ে ব্যাপক আলোচনায় ছিলেন ডমিঙ্গো। এদিকে গেল বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে টেকনিক্যাল কনসালটেন্ট ছিলেন শ্রীধরন শ্রীরাম। তার জায়গায় কোনো পরবির্তন নয়, শ্রীরামই যেন সেরা।


বিবার্তা/এমএ



সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com