১২ রানে ৫ উইকেট নেই সিলেটের
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৩, ১৪:৩২
১২ রানে ৫ উইকেট নেই সিলেটের
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

চলমান বিপিএল মঞ্চে প্রথমবারের মতো খেলা হচ্ছে সিলেটে। ঢাকা এবং চট্টগ্রাম পর্বের পর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ (২৭ জানুয়ারি) থেকে শুরু হয়েছে বিপিএলের ম্যাচ।


সিলেটের মাঠে স্বাগতিক হিসেবে নেমেছে এবারের আসরের সবচেয়ে সফল দল সিলেট স্ট্রাইকার্স। তবে সিলেটে খেলতে নেমে শুরুতেই বিপদে পড়েছে দলটি। রংপুর রাইডার্সের বিপক্ষে টসে হেরে সিলেট পর্ব শুরু করেছিল মাশরাফী বিন মুর্তজার সিলেট।


টসে হেরে সিলেটের পক্ষে ব্যাটিং করতে নামে টম মুরস এবং নাজমুল হোসেন শান্ত। রংপুরের বিপক্ষে প্রথম ওভারটা উইকেটহীন কাটায় সিলেট। তবে রান তুলতে পারে মোটে ২। এরপর টানা চার ওভারের মধ্যে ৫ উইকেট হারিয়ে ভালোই চাপে পড়ে সিলেট।


এই প্রতিবেদন লেখা পর্যন্ত সিলেট ৬ ওভারে ১৬ রানের বিনিময়ে ৫ হারিয়েছে। এরমধ্যে ৩ ব্যাটসম্যান ফিরেছেন শূন্য রানে কাটা পড়ে।


সিলেটের উইকেটের থেকে দারুণ সুইং আদায় করে নিতে থাকেন রংপুরের আফগান রিক্রুট আজমতউল্লাহ ওমরজাই। নিজের প্রথম দুই ওভারে সুইংয়ের দারুণ পসরা সাজিয়ে তুলে নেন একাই ৩ উইকেট। নিজের প্রথম দুই ওভার থেকে ১ রানের বিনিময়ে ৩ উইকেট নেন এই পেসার। নিজের প্রথম দুই ওভারে ১১টি ডট আদায় করে নেন আজমতউল্লাহ।


দ্বিতীয় ওভারে রংপুরের আজমতউল্লাহ ওমরজাই টম মুরের উইকেট তুলে নেন। এই ব্যাটসম্যান করতে পারেন ২ রান। পরের ওভারে আউট হয়ে ফেরেন নাজমুল শান্তও। আউট হওয়ার আগের বলে শেখ মেহেদীকে কাউ কর্ণারের উপর দিয়ে উড়িয়ে ছয় আদায় করে নেন শান্ত।


পরের বলে মিড অফের উপর দিয়ে আরেকটি ছয় মারতে গিয়ে শোয়েব মালিকের দারুণ এক ক্যাচে পরিণত হয়ে ৯ রান করে ফেরেন শান্ত। পরের ওভারে আজমতউল্লাহ তুলে নেন তৌহিদ হৃদয়ের উইকেট। এবারের আসরে দারুণ ফর্মে থাকা হৃদয় ৫ বলে শূন্য রান করে ফেরেন।


হৃদয় ফিরলে পাঁচে ব্যাটিং করতে নামেন মুশফিকুর রহিম। তবে এই ব্যাটসম্যানকে গোল্ডেন ডাকের শিকার করেন আজমতউল্লাহ। অসাধারণ সুন্দর এক ইনসুইঙ্গিং ডেলিভারিতে মুশফিকের স্টাম্প উড়িয়ে দেন আজমত।


পরের ওভারে মেহেদী তুলে নেন জাকির হোসেনের উইকেট। এই ব্যাটসম্যানকে দুর্দান্ত এক স্টাম্পিং করেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। জাকিরও নিজের রানের খাতা খুলতে পারেননি।


একই ওভারে ক্যাচ তুলে দেন থিসারা পেরেরা। তবে এই ব্যাটসম্যানের ক্যাচ তালুবন্দী করতে পারেননি নাঈম শেখ।


বিবার্তা/এসএফ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com