শিরোনাম
দুর্দান্ত কামব্যাকের ইতিহাস লিখে সেমিতে রিয়াল মাদ্রিদ
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৩, ১২:৫৯
দুর্দান্ত কামব্যাকের ইতিহাস লিখে সেমিতে রিয়াল মাদ্রিদ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

শেষ বাঁশি বাজতে মিনিট দশেক বাকি। তখন পিছিয়ে থাকা রিয়াল মাদ্রিদের ত্রাতা হয়ে আসেন ব্রাজিলিয়ান রদ্রিগো। মাঝ মাঠের একটু সামনে থেকে একাই বল নিয়ে অসাধারণ কারিকুরিতে রদ্রিগো বল জড়িয়ে দেন অ্যাটলেটিকো মাদ্রিদের জালে। এরপর শুধু লস ব্লাঙ্কোসদের কতৃত্বের গল্প। বাকি কাজ সেরে দেন করিম বেনজেমা-ভিনিসিয়াস জুনিয়র।


কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময় গড়ানো ম্যাচে অ্যাটলেটিকোকে ৩-১ গোলে হারায় রিয়াল। এই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে কার্লোস আনচেলত্তির দল। বাকি ৩ দল হলো বার্সেলোনা, ওসাসুনা ও অ্যাথলেটিক ক্লাব। ৩০ জানুয়ারি ড্র’তে নির্ধারিত হবে সেমিফাইনালে কে কার প্রতিপক্ষ।


নিজেদের ডেরা সান্টিয়াগো বার্নাব্যুতে নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে রদ্রিগো ছাড়া আরও গোল করেন বেনজেমা- জুনিয়র। অথচ মাদ্রিদ ডার্বিতে শুরুটা দুর্দান্ত হয়েছিল অ্যাটলেটিকোর।


ডান দিকে বাড়ানো ক্রসে মোরাতার আলতো টোকায় ১৯ মিনিটেই এগিয়ে যায় ডিয়েগো সিমিওনের দল। প্রথমার্ধে চেষ্টা করেও গোলের দেখা পায়নি রিয়াল। বিরতির পরও গোলের দেখা পাওয়া যাচ্ছিল না। ম্যাচের সময় যখন শেষের দিকে যাচ্ছিল তখনি ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রদ্রিগো।


৭৯ মিনিটে দুর্দান্ত এক গোলে রিয়ালকে সমতা এনে ম্যাচে ফেরান রদ্রিগো। নির্ধারিত সময়ের পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। এবার শুধু রিয়ালের এগিয়ে যাওয়ার পালা।


১০৪ মিনিটে ডি বক্সের ডান পাশে বল পেয়েই নিখুঁত শটে জালে জড়িয়ে দেন বেনজেমা। ৭৯ মিনিট ধরে পিছিয়ে থাকা রিয়াল এবার উলটো লিড নেয়। আর অতিরিক্ত সময়ের খেলা যখন শেষের দিকে তখন অসাধারণ এক গোল করেন ভিনিসিয়াস। বাঁ দিক থেকে একাই বল নিয়ে ঢুকে যান ডি বক্সে, দারুণ ফিনিশিংয়ে ভিনিসিয়াস পেয়ে যান গোল।


রিয়ালের মুহুর্মুহু আক্রমণে অ্যাটলেটিকো বিপর্যস্ত ছিল। ২৯টি শট নেন বেনেজেমারা, ৬টি ছিল অনটার্গেট। অন্যদিকে অ্যাটলেটিকো ১৮টি শট নেয়, তাদেরও রিয়ালের সমান অনটার্গেট শট ছিল। তবে তারা দুর্ভাগা, অধিকাংশ সময় এগিয়ে থেকেও জয় নিয়ে ফিরতে পারেনি।


বিবার্তা/এমএইচ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com